২৮ ফেব্রুয়ারী চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি " পানি দূষণ প্রতিরোধ আইনের" সংশোধনীর কাজ সম্পন্ন করেছে।
এবারের সংশোধিত আইনে স্থানীয় সরকারের পানি দূষণ প্রতিরোধের দায়িত্ব বাড়ানো হয়েছে এবং আইন লঙ্ঘনকারী কর্মকান্ডের বিরুদ্ধে শাস্তি জোরদার করা হয়েছে ।
এই সংশোধিত আইন অনুযায়ী, চীন পানিতে দূষিত আর্বজনা পরিশোধনের মাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করবে এবং পানীয় জলের পরিবেশের ওপর পর্যবেক্ষণ নেটওয়ার্ক আরও সম্পূর্ণ করবে । তা ছাড়া, নানা ধরনের আইন লঙ্ঘণকারী কার্যক্রমের ওপর কড়া শাস্তি দেওয়া হবে এবং গুরুতর পানি দূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ।
২৪ বছর আগে চীনে " পানি দূষণ প্রতিরোধ আইন " প্রণয়ন করা হয়। এবারের সংশোধনীয় হচ্ছে এই আইনের ওপর দ্বিতীয় সংশোধনী । সংশোধিত আইন আগামী ১ জুন থেকে কার্যকর করা হবে ।
|