v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-28 15:13:25    
লিউ কুই চিনের সুদান সফর

cri
    শ্রোতাবন্ধুরা, সুদান সফররত দারফুর সমস্যা বিষয়ক বিশেষ চীনা প্রতিনিধি লিউ কুই চিন ২৭ ফেব্রুয়ারী খার্তুমে এক সংবাদ সম্মেলনে সুদান সমস্যা নিয়ে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন শুনুন এ সম্পর্কে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার একটি রেকর্ডিং ভিত্তিক রিপোর্ট ।

    ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত সুদানে চারদিনব্যাপী সফর করেন লিউ কুই চিন । সফরকালে তিনি সুদানের নেতারা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে তিনি দক্ষিণ দারফুরের রাজধানি নিয়ালা সফর করেছেন। তিনি বলেন:" এবারের সফরের সাফল্যে আমি খুব সন্তুষ্ট। সংশ্লিষ্ট সমস্যার সমাধানে সুদান সরকারের কোনো অনীহা নেই। তবে এ কথা স্বীকার করতে হয় যে, সুদান সরকারের সঙ্গে কিছু কিছু দেশের মতভেদ রয়েছে। কিন্তু সুদান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংলাপ জোরদার করতে আগ্রহী। দারফুর সমস্যার সমাধান না হলে স্থানীয় অধিবাসীরা এবং দেশের উন্নয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।"

    " পেই চিং অলিম্পিক গেমস--২০০৮"কে রাজনীতির সঙ্গে জড়ানোর ঘটনা নিয়ে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে লিউ কুই চিন বলেন:" ' পেই চিং অলিম্পিক গেমস--২০০৮' শুধু মাত্র চীনের অলিম্পিক নয়। এটি চীনের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ এবং জনগণের একটি মহা ক্রীড়া সম্মিলনী। সুদান সমস্যাকে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে জড়িয়ে ফেলার ঘটনা সত্যিই বোধগম্য নয় । আমি বার বার বলেছি , অলিম্পিকের মৌলিক দর্শন হচ্ছে তার অরাজনৈতিকতা।"

    তিনি আরো বলেন, চীন ও সুদানের সম্পর্ক একটি খুবই স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক। চীন ও আফ্রিকার অন্যান্য দেশের সম্পর্কের সঙ্গে এর কোনো পার্থক্য নেই।" চীন ও সুদানের সম্পর্ককে রাজনীতিকীকরণের আমি তীব্র নিন্দা করি। কিছু কিছু সংবাদ মাধ্যম এবং 'এন জি ও'র চীনকে বেশি নিন্দা করার কারণ হচ্ছে সুদানের সঙ্গে চীনের তেল সহযোগিতা। এ সহযোগিতায় বিস্ময়ের কিছু নেই। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুদানের কয়েক শো'র বেশি বছরের তেল সহযোগিতার সম্পর্ক ছিল। এখন চীন কিছু সহযোগিতা করছে, ফলে এর নিন্দা করা অযৌক্তিক। সম্প্রতি আমি খার্তুমের একটি তেল শোধনাগারে গিয়েছিলাম। সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। দশ বছর আগের তেল আমদানিকারক দেশ থেকে এই শোধনাগারের মাধ্যমে সুদান তেল উত্পাদনকারী দেশে পরিণত হয়েছে। এই শোধনাগারে তেল উত্পাদন থেকে শুরু করে ঢালাই ও সাজ-সরঞ্জামের দিক দিয়ে সুদান একটি তেল শিল্পের দেশে পরিণত হয়েছে । এতে দেশের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এ ধরণের উদাহরণ বিশ্বে খুবই কম দেখা যায়। সুতরাং আমি বলি, চীন ও সুদানের সহযোগিতা বিশেষ করে তেল ক্ষেত্রের সহযোগিতা হচ্ছে একটি নির্দোষ এবং পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা। এর নিন্দা করার কোনোকারণ নেই।"

    তিনি জোর দিয়ে বলেন, সুদানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক বজায় রাখার সঙ্গে সঙ্গে চীন আরও সক্রিয়ভাবে দারফুর সমস্যার সমাধানে অংশ নেবে। তিনি বলেন:" নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের অন্যতম হিসেবে চীন সরকার দারফুর সমস্যার সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করেছে। এটা আন্তর্জাতিক সম্প্রদায় , আফ্রিকার দেশসমূহ এবং কিছু কিছু পশ্চিমা দেশের সমর্থন পেয়েছে।" --ওয়াং হাইমান