রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদপ্রার্থী দিমিত্রি মেদভেদেভ ২৭ ফেব্রুয়ারী বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি অব্যাহতভাবে ভ্লাদিমির পুতিনের নীতি অনুসরণ করবেন।
নিঝনি নভগোরোদ শহরে ভোটারদের সঙ্গে দেখা করার সময় মেদভোদেভ প্রতিশ্রুতি দেন যে, যদি দেশের মানুষ তাঁকে দেশ শাসনের জন্য মনোনীত করেন, তাহলে তিনি অব্যাহতভাবে পুতিনের নীতি অনুসরণ করে যাবেন। কারণ বাস্তব অনুশীলনে প্রমানিত হয়েছে যে, পুতিনের নীতি কার্যকর। তিনি আরো বলেন, পুতিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের জন্য কল্যাণকর হবে। এর আগে মেদভেদেভ বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে পুতিনকে প্রধানমন্ত্রী নিয়োগ করার প্রস্তাব করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|