চীনের রাষ্ট্রীয় পরিষদ 'বৃষ্টি ও তুষার দুর্যোগের পর পুনর্গঠন পরিকল্পনা সংক্রান্ত নির্দেশনামূলক প্রস্তাব' অনুমোদন করেছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা, বিদ্যুত্ ও তেল পরিবহন এবং জরুরী দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত পরিচালনা কেন্দ্র ২৭ ফেব্রুয়ারী জানিয়েছে, প্রস্তাবে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব বুনিয়াদী ব্যবস্থা পুনর্নির্মাণ করা হবে এবং বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা, যোগাযোগ, সরকারী ও সামাজিক স্থাপনাগুলোর স্বাভাবিক কার্যক্রম বাস্তবায়িত হবে।
জানুয়ারী মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীনের কিছু অঞ্চলে মারাত্মক বৃষ্টি ও তুষার দুর্যোগ ঘটে। এতে যোগাযোগ ও পরিবহন, জ্বালানি সরবরাহ ও জনগণের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|