তুরস্কের সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে কুর্দিস্তান ওর্য়াকাস পার্টির বিদ্রোহীর ওপর আঘাত হানার বিষয় নিয়ে ইরাকের কর্মকর্তাদের সঙ্গেআলোচনার জন্য তুরস্কের প্রধান পররাষ্ট্র উপদেষ্টা ও তুরস্ক সরকারের বিশেষ দূত আহমেত দাভুতোগলু ২৭ ফেব্রুয়ারী বাগদাদে পৌঁছেছেন । ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি তাঁর সঙ্গে বৈঠক করবেন ।