বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা, ও.আই.ই'র চেয়ারম্যান ওনিল পশু মহামারি প্রতিরোধে চীনের সাফল্যের প্রশংসা করেছেন। ২৬ ফেব্রুয়ারি পেইচিংয়ে অনুষ্ঠিত বিশ্ব পশু স্বাস্থ্য মানদন্ড সংক্রান্ত ফোরামে অংশ নেয়ার সময় ওনিল এই প্রশংসা করেন।
ফোরামে সাম্প্রতিক বছরগুলোতে বার্ড-ফ্লুসহ বড় আকারের মহামারি, পশু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এবং আন্তর্জাতিক সহযোগিতা ক্ষেত্রে চীনের সাফল্য নিয়ে ওনিল উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
তিনি বলেন, ও.আই.ই'র গুরুত্বপূর্ণ সদস্য দেশ হিসেবে আঞ্চলিক বা আন্তর্জাতিক পশু চিকিত্সার ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আশা করেন ভবিষ্যতে পশু চিকিত্সা ক্ষেত্রে চীন সরকার আরো বেশি বরাদ্দ দেবে এবং আন্তর্জাতিক পশু চিকিত্সা সংস্থার সঙ্গে আরো কার্যকর সহযোগিতা চালাবে। (ইয়াং ওয়েই মিং)
|