সম্প্রতি চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে, চলতি বছর এই অঞ্চলে পানি সাশ্রয়ী জলসেচের আওতা আরো এক লাখ হেক্টর বাড়বে ।
শিনচিয়াং চীনের পশ্চিমাঞ্চলের খরা পীড়িত অঞ্চলে অবস্থিত । পানি সম্পদের অভাব সেখানকার আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ । সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় সরকার কৃষি ও পশুপালন খাতে পানি সাশ্রয়ের ওপর গুরুত্ব আরোপ করে আসছে । পানি সাশ্রয়ী জলসেচের আওতা ক্রমশ বেড়েছে ।
পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সাল নাগাদ শিনচিয়াংয়ের পানি সাশ্রয়ীয় জলসেচের আওতা ২৬ লক্ষাধিক হেক্টর হবে যা মোট জলসেচের আওতার ৫৫ শতাংশেরও বেশী হবে ।
|