v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-27 19:09:39    
গাজা অঞ্চলের পরিস্থিতি মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব ফেলবেঃ জাতিসংঘ

cri
    জাতিসংঘের মানবিক বিষয়ক উপ-মহাসচিব জন হোমস বলেছেন, গাজা অঞ্চলের অবনতিশীল মানবিক পরিস্থিতি মধ্য-প্রাচ্য অঞ্চলের শান্তি প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব ফেলবে। ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘ সদর দফতরে হোমস এ কথা বলেছেন।

    হোমস বলেন, গাজা অঞ্চলে বসবাসরত মানুষের জীবন এখন নিদারুণ দুর্দশার মধ্যে পড়েছে। এবং তা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। তিনি ইসরাইল কর্তৃপক্ষের প্রতি গাজা অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ লাঘব করার আহ্বান জানিয়েছেন।

    ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাদমুদ আব্বাস একই দিন মিশরের রাজধানী কায়রোয় হামাসের যোদ্ধাদের প্রতি ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন, যাতে ইসরাইল বিষয়টিকে গাজা অঞ্চলের অবরোধ তুলে না নেয়ার অজুহাত হিসেবে দাঁ না করাতে পারে। একই দিন ফিলিস্তিন গাজা অঞ্চলের বিদ্যুত নেটওয়ার্ক মিশরের বিদ্যুত ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো গাজা অঞ্চলের বিদ্যুত সরবরাহে ইসরাইলের ওপরে নির্ভরশীল না থাকা।

    ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বারাক ২৬ ফেব্রুয়ারি বলেন, মিশরের সীমান্ত এলাকায় ইসরাইল একটি ৭০ কিলোমিটারের সীমানা দেয়াল নির্মাণ করবে, যাতে সশস্ত্র ফিলিস্তিনীরা মিশর দিয়ে ইসরাইলে ঢুকতে না পারে।

    অন্য খবরে জানা গেছে, জাপান সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ২৬ ফেব্রুয়ারি বলেন, গত নভেম্বর মাসে অ্যানাপোলিসে আন্তর্জাতিক মধ্য-প্রাচ্য শান্তি সম্মেলনে অর্জিত লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসরাইল যথাসাধ্য চেষ্টা চালাবে। ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে সমঝোতা ও সহাবস্থান বাস্তবায়ন করাই হলো ইসরাইলের প্রত্যাশা। (ইয়াং ওয়েই মিং)