২৭ ফেব্রুয়ারী নিখিল চীন জাতীয় নারী ফেডারেশনের একটি জরিপ অনুযায়ী, চীনের গ্রামাঞ্চলে বসবাসকারী কৃষক শ্রমিকদের ছেলেমেয়েদের বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের সুযোগ প্রাথমিকভাবে বাস্তবায়িত হয়েছে।
জরিপে দেখা গেছে, ঐ সব ছেলেমেয়েদের মধ্যে অধিকাংশই স্কুলে বাধ্যতামূলক শিক্ষা নিচ্ছে এবং ছেলে ও মেয়ে উভয়ের অনুপাত ৯২ শতাংশেরও বেশি। কিন্তু মধ্য-পশ্চিম চীনের কিছু প্রদেশের গ্রামাঞ্চলে বসবাসকারী কৃষক শ্রমিকদের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের অবস্থা তুলনামূলকভাবে নাজুক। জরিপে সরকারের অগ্রনী ভূমিকা আরো জোরদার করার আহ্বান জানানো হয়েছে, যাতে আইন বলবত্ করে ঐ সব ছেলেমেয়ের বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা যায়।
২০০৬ সালে জাতীয় নারী ফেডারেশনের শিশু বিভাগসহ বিভিন্ন বিভাগ এই জরিপের কাজ শুরু করে। তারা সারা দেশের ১২টি প্রদেশ ও শহরের গ্রামাঞ্চলে বসবাসকারী কৃষক শ্রমিকদের ছেলেমেয়েদের শিক্ষা অবস্থার ওপর বিশেষভাবে জরিপ চালায়।
বর্তমানে চীনে গ্রামাঞ্চলে বসবাসকারী কৃষক শ্রমিকদের প্রায় ৪ কোটি ছেলেমেয়ে রয়েছে।
(খোং চিয়া চিয়া)
|