২৭ ফেব্রুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয় প্রকাশিত এক পরিসংখ্যানে জানা গেছে, গত তিন চার বছরে, চীনের মূল-ভূভাগের প্রধান ব্যাংকগুলো মূল-ভূভাগে তাইওয়ানের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণসহ বিবিধ উপায়ে ৭০ হাজার কোটি রেনমিনপি'র সমপরিমান অর্থের যোগান দিয়েছে। ৬ হাজার ৩শ'রও বেশি তাইওয়ানী বিনিয়োগের শিল্প প্রতিষ্ঠান এই আর্থিক সুবিধা পেয়েছে।
তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ফান লি ছিং বলেন, তাইওয়ানী পুঁজির শিল্প প্রতিষ্ঠানগুলোর বৈশিষ্ট্য ও চাহিদা অনুযায়ী, মূল-ভূভাগের ব্যাংক বিভিন্ন ধরনের আর্থিক পণ্য ও সেবা সরবরাহ করে শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সমর্থন যুগিয়েছে। মূল-ভূভাগের সংশ্লিষ্ট পক্ষ ব্যবস্থা নিয়ে অর্থ সংগ্রহের পরিবেশ আরো সুবিন্যস্ত করবে, যাতে মূল-ভূভাগে তাইওয়ানী পুঁজির শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য আরো ভালো পরিবেশ সৃষ্টি করা যায়।
(খোং চিয়া চিয়া)
|