দারফুর সমস্যা বিষয়ক বিশেষ চীনা প্রতিনিধি লিউ কুই চিন ২৬ ফেব্রুয়ারী দারফুর অঞ্চলের দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নিয়ালা সফর করেছেন।
দক্ষিণ দারফুর রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, চীন সরকার এবং চীনের জনগণ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সম্মিলিতভাবে দারফুর সমস্যার সঠিক সমাধান এবং এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যেতে চায়। স্থানীয় কর্মকর্তারা বলেন, সুদানের স্বার্থ সুরক্ষা এবং দারফুর সমস্যার সমাধানের জন্য চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা স্থানীয় জনগণের পক্ষ থেকে চীনের দেয়া সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
চীনের শান্তিরক্ষী বাহিনী পরিদর্শনের সময় লিউ কুই চিন বলেন, চীনের শান্তিরক্ষী বাহিনী এ অঞ্চল পৌঁছানোর পর ব্যাপক বাস্তব কাজ করেছে। বিভিন্ন পক্ষ এর উচ্ছ্বসিত প্রশংসা করে। তিনি বলেন, চীনের শান্তিরক্ষী বাহিনী আফ্রিকার শান্তিতে অবদান রাখছে।
লিউ কুই চিন স্থানীয় শরণার্থী শিবিরে শরণার্থী প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন। স্থানীয় একজন শরণার্থী প্রতিনিধি বলেন, চীন দারফুর অঞ্চলে অনেক সাহায্য দিয়েছে এবং স্থানীয় অবকাঠামোর নির্মাণে সাহায্য দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় সত্যিকারভাবে দারফুর সমস্যার সমাধান করতে চাইলে এখানকার বাস্তব অবস্থা জানতে হবে এবং চীনের মতো সত্যিকার সাহায্য দিতে হবে। (লিলি)
|