মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো ২৬ ফেব্রুয়ারী ওয়াশিংটনে বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে উত্তর কোরিয়া পরমাণু পরিকল্পনা পরিত্যাগের কাজ দ্রুততর করবে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আশা করে, উত্তর কোরিয়া সার্বিক ও বিশদভাবে তার পরমাণু পরিকল্পনা ও কর্মসূচীর ওপর রিপোর্ট উপস্থাপন করবে। এর মাধ্যমে দু'দেশের মধ্যে নিউ ইয়র্ক ফিলহারমোনিক অর্কেস্ট্রার পিয়ংইয়ং সফরের মত আরো সাংস্কৃতিক যোগাযোগের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে। পেরিনো বলেন, উত্তর কোরিয়া শুধু কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয বৈঠকের মতৈক্য ও চুক্তিতে স্থির থাকলে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আরো বেশি যোগাযোগ হবে।
ছাই ইউয়ে
|