চীন সরকারের দারফুর সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন ২৬ ফেব্রুয়ারী দক্ষিণ দারফুরের নিয়ালা সফর করেছেন। গত বছরের মে মাসে বিশেষ প্রতিনিধি হওয়ার পর এটা হচ্ছে তাঁর দারফুরে দ্বিতীয় সফর।
লিউ কুই চিন প্রথমে শান্তিরক্ষী অভিযানে অংশ নেয়া চীনের শান্তি রক্ষী বাহিনীর অগ্রবর্তী প্রকৌশল সৈন্যদলটি পরিদর্শন করেছেন। লিউ কুই চিন বলেন, চীনের শান্তি রক্ষী বাহিনীর দারফুরে পৌঁছানোর পর বিপুল পরিমাণ কাজ সম্পাদন করেছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রের ভূয়সী প্রশংসা ও উচ্চ মূল্যায়ন পেয়েছে। চীনের শান্তি রক্ষী বাহিনী আফ্রিকার শান্তির জন্য অবদান রাখছে।
দক্ষিণ দারফুরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় লিউ কুই চিন বলেন, দারফুর সমস্যার স্থায়ী ও যুক্তিযুক্ত সমাধান এবং এই অঞ্চলের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য চীন সরকার ও জনগণ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। (ইয়ু কুয়াং ইউয়ে)
|