v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-27 09:46:17    
খেলার জগত

cri

শুরুতেই ক্রিকেট

আশার আলো জ্বলে উঠলেও আবার হঠাত্ করেই তা দপ করেই নিভে গেল । এটাই বাংলাদেশের স্বতসিদ্ধ নিয়ম। সহসাই হেরে গেল ৫ উইকেটে । মাত্র ১০.৫ ওভারে ৪৫ মিনিটের মধ্যেই ফিরে আসতে হয় নিজেদের প্যাভিলিয়নে ।

একদিন, দু'ই দিন করে চতুর্থ দিনে পা দিয়েছিল বাংলাদেশ । ২১তম টেস্টে হেরে নিজেদের রেকর্ডও করলো বাংলাদেশ । এ হারের মধ্যে তারা ১৩টিই হেরেছে প্রথম সেশনে । এর আগের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা চারটি টেস্টের সবকটিতেই হেরেছিল তারা নিদারুন ইনিংস পরাজয়ের মধ্য দিয়ে । এবারই এড়াতে পেরেছে ইনিংসে হার । ৫২তম টেস্টে এটা তাদের ৪৬তম পরাজয় । আসলে ব্যাটসম্যানদের ব্যর্থতার বৃত্ত থেকে বাংলাদেশ যেন বেরুতেই পারছেনা ।

৪ উইকেটে ১২৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশন পুরোটা খেলে ২৫ ওভারে ৫৭ রান তুলতেই হারায় বাকি ৬ উইকেট । জুনায়েদ-আফতাব পঞ্চম জুটি আগের দিনের ৪০ রান থেকে ৬৩ রানে নিয়ে আসেন । হাফ সেঞ্চুরি করা জুনায়েদকে থামিয়ে দেন জ্যাক ক্যালিস ৭৪ রানে । নিজের অভিষেক টেস্টে জুনায়েদ নিউজিল্যান্ডে ক্যারিয়ারের সেরা ৭৪ রানই করেছিলেন । অফ ষ্ট্যাম্পের বল খোচা মারতে গিয়ে বাউচারের হাতে ক্যাচ দিয়ে ঘরে ফিরলেন তিনি । জুটি ভাঙ্গার সাথে সাথেই ধস নামে বাংলাদেশ শিবিরে । ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৮২ রানে সবাই মাথা নিচু করে ঘরে ফিরে আসে সুবোধ ছেলের মত । এর পরে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা জবাব দিতে শুরু করে । কিন্তু প্রথম ইনিংসের মত বল হাতে নিয়ে বাংলাদেশ আর তেমন একটা সফলতা দেখাতে পারে নি । তবে শাহাদত হোসেন ও মোহাম্মদ রফিক ২ উইকেট করে নিলে এদিনকার মত খেলা চতুর্থ দিনের দিকে গড়ায় । শাহাদাত ও মাশরাফি দারুন বোলিং করেছে । এদিকে মোহাম্মদ রফিক আর মাত্র দু'টি উইকেট নিতে পারলেই বাংলাদেশে শততম উইকেট লাভের অধিকারী হবেন ।

এ টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জ্যাক ক্যালিস ।

বাংলাদেশ -অস্ট্রেলিয়া টেস্ট ও একদিনের সিরিজ

এ বছর আগস্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রলিয়ায় তিনটি একদিনের ম্যাচ খেলবে । এর দু'বছর পর ২০১০ সালে তারা অস্ট্রেলিয়ায় দু'টি টেস্ট সিরিজ খেলবে ।

যুব বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল পরাজিত

কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটের নক আউট পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪১ রানে সবাই আউট হয়ে গিয়ে ২০১ রানে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় হেরে শিরোপা থেকে বিদায় নিয়েছে । সেমি ফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা । বাংলাদেশ দলটি মাত্র ১১.৪ ওভার খেলতে পেরেছে । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নাসির হোসেন । এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পার্নেল ।

এর আগে প্রথম পর্বের খেলায় বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ।

ওদিকে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত । তারা ৭ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে ।

এ সপ্তাহেই সিবি সিরিজে দীর্ঘদিন পর ক্রিকেট বিশ্ব শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ দেখতে পেলো । ম্যাচটি শ্বাসরুদ্ধকর হলেও শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭ রানের । হাতেও ছিল ৪টি উইকেট । পঞ্চম বলে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে যান ১৩৯ রান করা জেমি হাউ । শেষ বলে ২ রানের প্রয়োজন হলেও তারা মাত্র একটি রান নিতে পারলে ম্যাচটি টাই হয়ে যায় ।

ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড

উইকেট রক্ষক মার্ক বাউচার টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড করেছেন । তিনি এডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে এ নতুন বিশ্বরেকর্ড গড়লেন । ক্যাচ ও স্ট্যাম্পিং মিলিয়ে বাউচারের মোট শিকার এখন ৪১৮ উইকেট । গিলক্রিস্টের চেয়ে তার উইকেটের সংখ্যা এখন দু'টি বেশি । অবশ্য এটিই তার আন্তর্জাতিক ক্রিকেটে শেষ টেস্ট খেলা ।

ফুটবল

আর্সেনালের জন্য শনিবরের রাতটা ছিল খুবই কস্টের রাত । তার কারন তারা ফিরতি খিলায় বার্মিংহামের সংগে ২-২ গোলে ড্র করে শীর্ষে থাকা তাদের অবনস্হানটা নড়বড়ে করে ফেলেছে । একই রাতে মানচেস্টার ইউনাইটেড ৫-১ গোলের বিশাল ব্যবধানে নিউক্যাসলকে হারিয়ে এখন আর্সেনালকে প্রায় ধরেই ফেলেছে । রেড ডেভিলসদের পয়েন্ট এখন ২৭ ম্যাচে ৬১ আর্সনালের চেয়ে তারা এখন মাত্র তিন পয়েন্ট দূরে । আরেক ম্যাচে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্ডো টরেসের হ্যাটট্রিকের ফলে মিডলসবরোকে ৩-২ গোলে হারিয়ে চতুর্থ স্হানে উঠে এসেছে লিভারপুল । আর্সেনালের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার এডোয়ার্ডের ইরিনজুরি এবং বামিংহামের ডিফেন্ডার মার্টিন টেলরের গুরুতর আঘাতে হাসপাতালে যেতে হয়েছে এডোয়ার্ডকে । টেলর পেয়েছেন লাল কার্ড । এর পরই ম্যাচের ভাগ্য ঘুরে যায় । শেষ পর্যন্ত খেলাটি ড্র হয়ে যায় । এদিকে লিভারপুল খুব কস্টে জিতেছে । ম্যাচের নবম মিনিটেই সানলির গোলে এগিয়ে যায় মিডলসবরো । এরপর শুধু টরেসের খেলা । মিনি ২৮, ২৯ ও ৬১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ।৮৩ মিনিটে ডাউনিং গোল করে মিডলসবরোর পক্ষে ব্যবধান কমান ।

এদিকে সিরি-এতে শানিবার রাতে রেজিনার কাছে ১-২ গোলে হেরে গেছে জুভেন্টাস । ফলে ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্হান থেকে তারা মোটামুটি ছিটকেই পড়লো । ম্যাচের ৩২ মিনিটে ব্রিয়েনজার গোলে এগিয়ে যায় রেজিন্ । ৭১ মিনিটে গোল করে জুভদের সমতায় ফরান হনফর্ম স্ট্রাইকার ডেল পিয়েরো । এরপরে হনজুরি টাইমের তৃতীয় মিনিটে পেনাল্টি শিকে গোল করে নেজিনার জয় নশ্চিত তকরেনত আমোরুসো ।

ওদিকে স্প্যানিশ লিগে পঞ্চম স্হানে থাকা সেভিলা শনিবার ৫-০ গোলে রিয়াল জারাগোজাআকে হারিয়ে দিয়েছে । ১৯ ও ২৪ মিনিটে একাই দু'টি গেল করেন ফ্যাবিয়ানো । ৪২ মিনিটে আয়ালা আর ৪৯ মিনিট ডিয়োগোকরেন আরো দু'টো আত্মঘাতী গোল । এরপরে সেভিলার পক্ষে পঞ্চম গোলটি করেন কিটা । জিতে যায় তারা ।

এ ছাড়াও ফুলহাম ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে এবং ভ্যালেন্সিয়া ও রি, হুয়েলভা ১-১ গোলে ড্র করেছে ।

টেনিস

কাতার ওপেনের ফাইনালে উঠেছেন রাশিয়ান খেলোয়ারমারিয়া শারাপোভা । তিনি পোল্যান্ডের অ্যাগনিয়েস্কা রেডোয়ানকে ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়ে দেন । শনিবার অন্য এক সেমি-ফাইনালে জায়ানট কিলার হিসেবে পরিচিত চীনের লি নাকে ৩-৬, ৬-৩ ও ৬-৩ সেটে পরাজিত করে আরেক রাশিয়ান ভেরা ভনারেভা ফাইনালের টিকিট পকেটে পুরেছেন । ফলে কাতার ওপেনের শিরোপা ও রানার আপ দু'টোই এখন রাশিয়ার ঘরে যাচ্ছে ।

এ দিন ১৮ বছর বয়সী রেড ওয়ানোস্ককে হারানোর মাধ্যমে চলতি বছরে এখনো তিনি অপরাজিতই রইলেন শারাপোভা । আর কাতার ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও সেমি ফাইনালেই বিদায় নিতে হলো চীনের লি নাকে ।