২০০৭ সালে সাংহাই বন্দরে মালামাল বোঝাই আর খালাস করা কন্টেইনারের সংখ্যা ২.৬২৫ কোটি। সিঙ্গাপুরের পরেই বিশ্বে এই সংখ্যা দ্বিতীয়।
২৫ ফেব্রুয়ারী চীনের জাতীয় সমুদ্র ব্যুরো প্রকাশিত '২০০৭ সালে চীনের সামুদ্রিক অর্থনীতি সংক্রান্ত রিপোর্টে' এ তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়, ২০০৭ সালে চীনের সামুদ্রিক পরিবহন অব্যাহতভাবে উন্নত হচ্ছে। সারা চীনে আরো ১৪টি ১০ কোটি টন ধারণ ক্ষমতাসম্পন্ন বন্দর নির্মিত হয়েছে। চীনের বন্দরগুলোতে পণ্য ও কন্টেইনারের মাল বোঝাই আর খালাসের মোট পরিমাণ দিক দিয়ে চীন একটানা বিশ্বের প্রথম স্থানে রয়েছে।
রিপোর্টে আরো বলা হয়, ২০০৭ সালে চীনের সামুদ্রিক জাহাজে পন্যদ্রব্য রফতানির পরিমাণও অনেক বেড়েছে। চীনে তৈরি জাহাজের ধারণ ক্ষমতা মোট ১.৮কোটি টন এবং নতুন অর্ডার পাওয়া জাহাজের ধারণ ক্ষমতা ৭ কোটিরও বেশি। এটি বিশ্বের প্রথম স্থানে রয়েছে।
ছাই ইউয়ে
|