v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-26 20:43:51    
২০০৭ সালে চীন ও বিদেশের সাংস্কৃতিক বিনিময় দ্রুত বেড়েছে

cri
    ২১ নভেম্বর পেইচিংয়ে শুরু হয় শ্রীলংকার চলচ্চিত্র সপ্তাহ। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রগুলোর তুলনায় শ্রীলংকার চলচ্চিত্রের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। শ্রীলংকার চলচ্চিত্রগুলোর ধর্মীয় প্রভাব , সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং স্থানীয় রীতি-নীতি চীনা দশর্কদের দৃষ্টি আকৃষ্ট করে । মূল্যবান পাথর ও সিংহের দেশ বলে পরিচিত ভারত মহাসাগরের এ দ্বীপ দেশটি সম্পর্কে আরো বেশি জানতে এ চলচ্চিত্র সপ্তাহসাহায্য করেছে ।

    চলচ্চিত্রে ' উপালাওয়ানা '-তে একটি সুন্দর ও দুঃখজনক প্রেমের কাহিনী বর্ণনা করা হয়েছে । সুন্দরী মঠবাসিনী উপালাওয়ানা একজন নৃত্য শিক্ষককে ভালোবাসেন । উপালাওয়ানার বাবা-মা মেয়ের এ প্রেমের বিরোধীতা করেন । ফলে দু'জনের প্রেম বিয়োগান্ত কাহিনীতে পরিণত হল ।

    এ বছর চীন ও শ্রীলংকার মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী । দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ক্রমেইবাড়ছে ।এ বছর দু দেশের মধ্যে প্রথমবারের মতো চলচ্চিত্র সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চলচ্চিত্র সপ্তাহ দুদেশের চলচ্চিত্র সহযোগিতা চুক্তির অন্যতম কর্মসূচী। চীনে শ্রীলংকার রাষ্ট্রদূত এইচ ই কে আমুনুগামা সি- আর- আইয়ের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন , আমরা চলচ্চিত্র সপ্তাহের জন্য সবচেয়ে ভালো চলচ্চিত্র এখানে পরিদর্শনের চেষ্টা করেছি , যাতে দর্শকরা শ্রীলংকা সম্পর্কে আরো বেশি জানতে পারেন । তিনি আরো বলেন , অনেক কথা বিবেচনা করেই আমরা চলচ্চিত্র সপ্তাহে প্রদর্শিত ছায়াছবিগুলো বেছে নিয়েছি । ' উপালাওয়ানা ' শ্রীলংকার চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে নতুন চলচ্চিত্র । চীনের দশর্করা যাতে শ্রীলংকা সম্পর্কে জানতে পারে , সেজন্য আমরা চলচ্চিত্রগুলোতেবিভিন্ন দিক থেকে শ্রীলংকার বাস্তব অবস্থা , ঐতিহ্য ও জনগণের মনোভাব তুলে ধরার চেষ্টা করেছি । আমি বিশ্বাস করি চীনের দশর্করা চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত ছবিগুলো পছন্দ করবে ।

    ২০০৭ সালে চীন বেশ কয়েকটি দেশে সাংস্কৃতিক বর্ষের কর্মসূচী নিয়েছে । শিল্পকলা প্রদর্শনী,চলচ্চিত্র সপ্তাহ ও সংগীত অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে চীনের সমঝোতা বাড়ানো হয়েছে। এ বছরের এপ্রিল মাসে ' চীন ও ফ্রান্সের সাংস্কৃতিক বিনিময়ের বসন্ত' নামে একটি কর্মসূচী পেইচিং ও সাংহাইসহ চীনের ১৪টি শহরে অনুষ্ঠিত হয় । এ কর্মসূচী চলাকালে ১৪টি শহরে মোট এক শ'রও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে । চীনে জাপান ও দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র উত্সব , শিল্পকলা প্রদর্শনী ও ফোরাম অনুষ্ঠিত হয়েছে , স্পেনের সাংস্কৃতিক বর্ষের কর্মসূচীগুলোর মধ্যে ছিল ঐতিহ্যিক ফ্লামেনকো নৃত্য উত্সব , আধুনিক ডিজাইন প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী । ১৭ অক্টোবর থেকে গ্রীসের সাংস্কৃতিক বর্ষের কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর প্রথম পর্যায়ে ছিল আধুনিক গ্রীসের শিল্পকলা প্রদর্শনী। পেইচিংয়ের রাজধানী যাদুঘরে প্রদর্শিত এ প্রদর্শনীতে গ্রীসের আলোকচিত্র ও ভাস্কর্য প্রদর্শিত হয়েছে । চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তর ছাত্র ইয়াং ছে প্রদর্শনী দেখে বলেন যদিও আমি শিল্পকলা বিষয়ের ছাত্র নয় , তবে এ প্রদর্শনীতে গ্রীসের আলোকচিত্র ও ভাস্কর্য দেখে আমি মুগ্ধ হয়েছি । যখন আমার মন খারাপ , তখন এসব শিল্পকর্ম উপভোগ করার পর আমার মন শান্ত হয় । শিল্পকলার এ ভূমিকার জন্য শিল্পকলা প্রদর্শনী আমার খুব ভাল লাগে ।

    এ প্রদর্শনী ছাড়া গ্রীক সরকার পেইচিংয়ের রাজপ্রাসাদের নিকটবর্তী নানহোইয়ে রাস্তার পাশে গ্রীসের সংস্কৃতি সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনের ব্যবস্থা করে , যাতে চীনের নাগরিকরা সহজেই গ্রীসের সংস্কৃতি সম্পর্কে ধারনা পেতে পারে ।

    গত বছর বিদেশের অনেক সাংস্কৃতিক দল চীনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে , চীনের অনেক শিল্পী বিদেশে গিয়ে নিজ দেশের সংস্কৃতি প্রচার করেছেন । গত সেপ্টেম্বর মাসে চীন ও রাশিয়া যৌথভাবে' ভল্গা নদীর যাত্রা ' নামে এক কমর্সূচীর আয়োজন করে । দু দেশের শিল্পীরা মস্কো থেকে রওয়ানা হয়ে রাশিয়ার প্রধান দুটি নদী ভল্গা ও ডন নদীর অববাহিকার ১১টি শহর সফর করেন । চীনের শিল্পীরা রাশিয়ার ১১টি শহরের নাগরিকদের চীনের ঐতিহ্যিক পিকিং অপেরা , এক্রোবেটিক্স , সংগীত , নৃত্য ও হস্তশিল্প দেখিয়েছেন । অক্টোবর মাসে প্রধান অতিথি দেশ হিসেবে চীন লাতিন আমেরিকার বৃহত্তম শিল্পকলা উত্সব—৩৫তম সাইভানটিস আন্তর্জাতিক শিল্পকলা উত্সবে অংশ নিয়েছে । যুক্তরাষ্ট্রের হিউস্টন আন্তর্জাতিক উত্সবে প্রথমবারের মতো চীনের সংস্কৃতির প্রতীক –মহাপ্রাচীরের মডেল বসানো হয়েছে। পর্যটকরা মহাপ্রাচীরের মডেলে উঠতে পারেন । চীনের একটি প্রবাদে বলা হয় , মহাপ্রাচীরে উঠতে না পারলে বীর হবে না । তাই পর্যটকরা যুক্তরাষ্ট্রে মহাপ্রাচীরের এই মডেলে উঠে বীর হওয়ার অভিজ্ঞতা পেতে পারেন ।

    চীনের বৈদেশিক অনুষ্ঠান পরিবেশন কোম্পানির ভাইস ম্যানেজার সুং হোং লি বলেন , গত বছর বিদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী খুব বেশি ছিল। এর প্রধান কারণ হলো বিভিন্ন দেশের জনগণ চীন সম্পর্কে জানতে চান এবং চীনের ইতিহাস ও সংস্কৃতি জানতে আগ্রহী । চীনের ঐতিহ্যিক পিকিং অপেরার গানের কথা বোঝা কঠিন বলে বিদেশে পিকিং অপেরার অনুষ্ঠান পরিবেশন কম ছিল । এখন আমরা বিদেশে ঐতিহ্যিক অপেরাগুলোর অনুষ্ঠান পরিবেশন করতে শুরু করেছি । আমরা লক্ষ্য করেছি প্রবাসীচীনারা ও বিদেশী বন্ধুরা এসব ঐতিহ্যিক সংস্কৃতির অনুষ্ঠান উপভোগ করতে পছন্দ করেন । প্রতিবছরই চীনের পিকিং অপেরা দল জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করে । গ্রীসসহ পাশ্চাত্য দেশের দশর্করাও পিকিং অপেরা ও কুন ছু অপেরা দেখতে পছন্দ করেন ।

    ২০০৭ সালে বিশ্বের ৩০টিরও বেশি দেশে ছ শ'রও বেশি চীনা চলচ্চিত্র দেখানো হয়েছে । এ বছর চীনের যুব চলচ্চিত্র পরিচালকদের তৈরী বিশটি চলচ্চিত্র ৫০টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে । চীনের জাতীয় চলচ্চিত্র ব্যুরোর আন্তর্জাতিক বিনিময় বিভাগের প্রধান রুয়ান কো চি বলেন , আমরা বিদেশের সঙ্গে মিলিতভাবে চলচ্চিত্র তৈরীতে উত্সাহ দিই । এখন পর্যন্ত চীন বিদেশের সঙ্গে যৌথ প্রজোযনায় মোট ৩৫টি চলচ্চিত্র তৈরী করেছে । এসব ছবি চীনে ও বিদেশে ব্যাপক সমাদর পেয়েছে । জানা গেছে , ২০০৭ সালে বিদেশে চীনের ২৭টি ছায়াছবির প্রদর্শনী থেকে দু' শ' কোটি ইউয়ান আয় হয়েছে ।

      এ ছাড়া বিশ্ববাজারে চীনের চিত্রশিল্পীদের আঁকা ছবি ও ভাস্কর্য শিল্প ক্রমেই জনপ্রিয় হচ্ছে । কিছু দিন আগে হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ার আধুনিক শিল্পকর্মেরএকটি নিলাম অনুষ্ঠানে চীনের চিত্রশিল্পী ছাই কো ছিয়ানের আঁকা একটি ছবি ৭ কোটি ৪২ লাখ হংকং ডলার মূল্যে বিক্রি হয়েছে । নিউইয়র্কের একটি নিলাম অনুষ্ঠানে চীনা চিত্রশিল্পী ফান লি চুনের আঁকা একটি চিত্র ৪০ লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি হয়েছে ।

    আগামী বছর পেইচিং অলিম্পিক গেমস চলাকালে রাজধানী পেইচিং ও অন্যান্য শহরেও অনেক সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন করা হবে ।