চীন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইস ২৬ ফেব্রুয়ারী পেইচিংএ চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে সাক্ষাত করেছেন । সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, চলিত বছর হল চীন-মার্কিন সম্পর্ক বিকাশের গুরুত্বর্পূণ বছর । দু'দেশের মধ্যে অব্যাহতভাবে গঠনমূলক সহযোগিতা চালানো উচিত । তিনি বলেন, দু'দেশের মধ্যে সংলাপ ও আলাপ আলোচনা জোরদার করা, পারষ্পরিক সমঝোতা ও আস্থা বাড়ানো , পরষ্পরের গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে তাইওয়ান সমস্যাসঠিকভাবে মোকাবেলা করার ব্যাপারে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে ইচ্ছুক ।
কন্ডোলিত্সা রাইস বলেন, জাতিসংঘের সদস্যা হওয়ার জন্য তাইওয়ানের তথাকথিত গণভোট অনুষ্ঠানের ব্যাপারে ে যুক্তরাষ্ট্র বারবার এর অবস্থান ব্যক্ত করেছে । তিনি মনে করেন, এই তথাকথিত গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত না। তিনি আরও বলেন, দারফুর সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে চীন যে ইতিবাচক চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র তার জন্য ধন্যবাদ জানায় । তিনি আশা করে, এ সমস্যার সমাধানে চীন ইতিবাচক ভূমিকা পালন করবে । যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সংলাপ চালাতে ও সহযোগিতা জোরদার করতে
|