v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-26 19:35:43    
পিকিং অপেরা অভিনেতা লি পাও ছুয়েন

cri

    চীনের বিখ্যাত পিকিং অপেরা অভিনেতা লি পাও ছুয়েনের বাবা লি শাও ছুয়েনও একজন খ্যাতিমান পিকিং অপেরা অভিনেতা। ছোটবেলা থেকে লি পাও ছুয়েন বাবা'র কাছ থেকে পিকিং অপেরার দীক্ষা নিতে শুরু করেন। তিনি খুব ভালো পিকিং অপেরা অভিনয়ের পরও দক্ষতা আরো বাড়ানোর নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। পিকিং অপেরায় নতুন সৃজনশীলতা যোগ করার জন্য তিনি অনেক চিন্তা ভাবনা করেছেন। আজকের অনুষ্ঠানে আমি লি পাও ছুয়েন সম্পর্কে আপনাদেরকে জানাবো।

    পিকিং অপেরার যে অংশটি আপনারা শুনছেন, তা হলো লি পাও ছুয়েন পরিবেশিত ঐতিহ্যবাহী পিকিং অপেরা "ছি ইউয়ান পাও"। পুরোনো নাম ছিল "উ ফেন চি"। এই অপেরা ১৩ শতাব্দীর ইউয়ান রাজবংশের অপেরা "ফেন কুই তা পাও ইউয়ান"কে অবলম্বনে নির্মিত। অপেরায় ব্যবসায়ী লিউ শি ছাং বৃষ্টির কারণে একটি জায়গায় আশ্রয় নেন। সেখানে তিনি ডাকাতির মধ্যে পড়েন। ডাকাতরা তার সব টাকা পয়সা কেড়ে নিয়ে তাকে মেরে ফেলে। এরপর ভূত হয়ে যাওয়া লিউ শি ছাং অনেক কষ্ট পার হয়ে অবশেষে খুনিদের শাস্তি দিতে পারে।

    এই অপেরায় লি পাও ছুয়েন ব্যবসায়ী লিউ শি ছাং'এর চরিত্রে অভিনয় করেছেন। লি পাও ছুয়েন অপেরার কিছু কিছু নতুন উপদান যোগ করেছেন, যেমন নাচ এবং মঞ্চে পোশাকের পরিবর্তন। পোশাক পরিবর্তনের কারণে দর্শকরা স্পষ্টভাবে বুঝতে পারেন যে ব্যবসায়ী লিউ শি ছাং মানুষ থেকে ভূত হয়ে গেছেন। মূল থেকে এ অপেরার অবলম্বন প্রসঙ্গে লি পাও ছুয়েন বলেন:

    "আমি এই ঐতিহ্যবাহী অপেরার মূল অংশের কোনো পরিবর্তন করিনি। শুধু সমৃদ্ধ করে তোলার চেষ্টা করেছি। যেমন ভূতের অভিনয়ের অংশটি আগে ছিল না, আমি সৃষ্টি করেছি। এতে অপেরাটি আরো বর্নময় হয়ে উঠেছে। পুরোনো অপেরায় লিউ শি ছাং ভূত হয়ে যাওয়ার পর শুধু মুখে কালো মুখোশ এবং গায়ে সাদা ঢিলে জামা পরানো হয়। মুখে কোনো মেকাপ ছিল না। এমন হওয়া উচিত নয়। আরেকটি অপেরা "লি হুই নিয়াং"য়ের লি হুই নিয়াং একজন নারী ভূত বা পেত্নি। সে অপেরায় লি হুই নিয়াং কিন্তু দেখতে খুব সুন্দর। তাকে নিয়ে কেউ আপত্তি তোলেনি, তাহলে কি পুরুষ ভূত সুন্দর হতে পারে না?"

    ৫০ বছর বয়স্ক লি পাও ছুয়েন চীনের হোপেই প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে পেইচিং অপেরা স্কুলে পড়াশোনা শেষ করেন। তার বাবা ছাড়া লি পাও ছুয়েন আরো অনেক বিখ্যাত পিকিং অপেরা অভিনেতাদের কাছ থেকে শিখেছেন। যেমন মা লিয়েন লিয়াং, ওয়াং শাও লো, ইয়াং চিউ ফেন। লি পাও ছুয়েনের গলা জন্মগতভাবেই অপেরা গাওয়ার জন্য । তিনি গাওয়া এবং মার্শাল আর্ট দুটি অংশই খুব ভাল পারেন। বিংশ শতাব্দীর আশি'র দশকে তিনি বিদেশে গিয়েছিলেন। বিদেশে থাকার সময় তিনি ইতালি'র নর্থ অপেরা ইনস্টিটিউটের অনারারি ডক্টরেট এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক লিংকন আর্ট সেন্টারের বিশিষ্ট শিল্পীর মর্যাদা পান। তিনি অন্য শিল্পীদের কাছ থেকে তাদেরবৈশিষ্ট্য রপ্ত করেন। অন্য অপেরা বা সংগীত থেকে শেখা নতুন কিছু উপাদান পিকিং অপেরায় যোগ করেছেন। নিজের শেখা এবং সৃজনী অভিজ্ঞতা নিয়ে লি পাও ছুয়েন বলেন:

    "ছোটবেলায় আমি বাবা'র কাছ থেকে মার্শাল আর্ট এবং গাওয়ার নিয়ম শিখেছি। আমি দুটোই ভাল পারি। পরে আবার যুক্তরাষ্ট্রে গিয়েছি, অনেক কিছু দেখেছি এবং শিখেছি। পিকিং অপেরা ছাড়া অন্যান্য শিল্পের শাখা থেকেও আমি অনেক শিখেছি। তারপর মনে করি ঐতিহ্যবাহী শিল্পের উন্নতির জন্য কাজ করা উচিত, নতুন নতুন সৃজনশীলতা যোগ করা উচিত।"

    বিংশ শতাব্দীর নব্বই'র দশক থেকে লি পাও ছুয়েন এবং তাইওয়ানের কিছু পিকিং অপেরা শিল্পীর সঙ্গে "তাইপেই নতুন পিকিং অপেরা দল" গঠন করেন। এই দলটি পুরোনো অপেরা রূপান্তর করে পরিবেশনের জন্য বিখ্যাত। তারা পিকিং অপেরার মূল অংশ পরিবর্তন করেন না, শুধু আরো আকর্ষণীয় করে তোলার জন্য নতুন কিছু উপাদান যোগ করেন। লি পাও ছুয়েন বলেন, তিনি আশা করেন এই নতুন ধারণা আরো বেশি স্বীকৃতি পাবে। তিনি বলেন:

    "আমরা পুরোনো অপেরা রূপান্তরের ধারণাকে একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চাই। নতুন ধারণা ও আধুনিক অপেরা করার পদ্ধতি যোগ করলে পুরোনো অপেরায় নতুন স্টাইল আসতে পারে। আমি পরীক্ষা করতে চাই যে, দর্শকরা এই নতুন ধারণা গ্রহণ করতে পারেন কিনা।"

    কয়েক বছর ধরে লি পাও ছুয়েন এই ধারণা ব্যাপকতর এবং জনপ্রিয় করে তোলার চেষ্টা করেছেন। তিন বছর আগে তার রূপান্তরিত পিকিং অপেরা ব্যাপক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। লি পাও ছুয়েনের অপেরা এখন তাইওয়ান এবং চীণের মূলভূভাগের বিভিন্ন জায়গায় পরিবেশিত হচ্ছে। তিনি দুই তীরের কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পিকিং অপেরার ক্লাস নেন। চীনের ঐতিহ্যবাহী অপেরা উন্নয়নে তিনি নিরলসভাবে নিজের অবদান রেখে চলেছেন। (ইয়াং ওয়েই মিং)