পিপলস ডেইলি পত্রিকার খবরে জানা গেছে, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত চীনের জাতীয় খাদ্যদ্রব্য ও ওষুধ তত্ত্বাবধান ও প্রশাসন ব্যুরো সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পেইচিং, সাংহাই, থিয়ানচিন, ছিংতাও, শেনইয়াং ও ছিন হুয়াংতাওসহ অলিম্পিক গেমসের উদ্যোক্তা ও সহযোগী শহরের অলিম্পিক গেমসের জন্য খাদ্যদ্রব্যের নিরাপত্তা মানদন্ড তত্ত্বাবধান ও পরীক্ষা করবে।
গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে এ বছরের জানুয়ারির শেষ দিক পর্যন্ত, জাতীয় খাদ্যদ্রব্য ও ওষুধ তত্ত্বাবধান ও প্রশাসন ব্যুরো অলিম্পিক গেমসের উদ্যোক্তা ও সহযোগী শহরে অলিম্পিক গেমসের খাদ্যদ্রব্যের ওপর তাত্ক্ষণিক পরীক্ষা চালায়। এ সব পরীক্ষার ফলাফল ভালো।
(খোং চিয়া চিয়া)
|