২৬ ফেব্রুয়ারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস বিশেষ বিমান যোগে পেইচিং-এ পৌঁছে চীনে তার সফর শুরু করেছেন।
সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও রাষ্ট্রীয় কাউন্সিলর থাং চিয়া স্যুয়ানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাত্ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি'র সঙ্গে রাইসের বৈঠক করার কথা। জানা গেছে, দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে মত বিনিময় করবেন।
ইয়াং চিয়ে ছি'র আমন্ত্রণে রাইস চীন সফর করছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও বলেছেন, রাইসের এবারের সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। দু'পক্ষ দু'দেশের নেতাদের কিছু গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর ও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করবে, যাতে চীন-মার্কিন গঠনমূলক সহযোগিতার সম্পর্কের সুষ্ঠু, স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
(খোং চিয়া চিয়া)
|