v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Thursday Apr 3th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-25 20:53:03    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/২/২৪

cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল। আজ আবারও আপনাদের প্রত্যাশিত পরবর্তী অনুষ্ঠানমালা নিয়ে আমি --- আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতেই আপনাদের সবাইকে জানাই আন্তররিক শুভেচ্ছা। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি। হ্যাঁ, আগামী সপ্তাহে আমার সহকর্মীরা আপনাদের কী কী অনুষ্ঠান উপহার দেবেন তা মনোযোগ দিয়ে জেনে নিন। (রেকর্ডিং—李宝春) এতোক্ষণ আপনারা লি পাও ছুনের অভিনয় করা পিকিং অপেরার অংশবিশেষ শুনলেন। লি পাও ছুন চীনের পিকিং অপেরার একজন বিখ্যাত অভিনেতা। তাঁর বাবা চীনের পিকিং অপেরা জগতের নামকরা মাস্টার লি শাও ছুন। ছোট বেলা থেকে লি পাও ছুন পিকিং অপেরা শিখতে শুরু করে। তিনি অনেক পিকিং অপেরা পরিচালনা এবং অভিনয় করেছেন। তিনি চীনের পিকিং অপেরার জন্য টাটকা প্রাণশক্তি যুগিয়েছেন। ২৬ ফেব্রুয়ারী সংস্কৃতির সম্ভার অনুষ্ঠানি ইয়াং ওয়েই মিং পিকিং অপেরার অভিনেতা ইয়াং পাও ছুনের পরিচয় করিয়ে দেবেন। উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের স্যুনহুয়া () সারা জাতি স্বায়ত্তশাসিত জেলায় চীনের প্রাচীনতম হাতের লেখা কোরান সংরক্ষিত রয়েছে। প্রাচীনকালে পুরাকীর্তি রক্ষার ব্যবস্থার অভাবের দরুণ এই কোরানের বেশ কয়েকটি অংশ অস্পষ্ট হয়ে গেছে। কিছু দিন আগে চীনের বেশ কয়েকজন পুরাকীর্তি সংরক্ষণ বিশেষজ্ঞের প্রচেষ্টায় এই কোরানের পুনরানয়ন করা সম্ভব হয়েছে। ২৭ ফেব্রুয়ারী ওরা অনন্য অনুষ্ঠানে থান ইয়াও খাং এই কোরান সম্পর্কে আপনাদের কিছু বলবেন। মধ্য চীনের হুপেই প্রদেশে অবস্থিত চুং সিয়াং শহরের মাটি উর্বর, উত্পাদন সমৃদ্ধ। প্রাচীন থেকে এ পর্যন্ত স্থানীয় কৃষকরা এই মাটিতে কৃষি কাজ করতে সন্তুষ্ট। তবে সাম্প্রতিক বছরগুলোতে এখানে কিছু অভাবনীয় পরিবর্তন চুপে চুপে ঘটেছে। অধিক থেকে অধিকতর লোক দেশ ত্যাগ করে জাপানে গিয়ে কৃষি প্রযুক্তি শিখেন এবং তাদের শেক্ষানো উন্নত মানের কৃষি প্রযুক্তি ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা দেশে নিয়ে আসেন। এর মাধ্যমে তারা এক নতুন পৃথিবী সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। ২৯ ফেব্রুয়ারী সেই গ্রাম এই জীবন আসরে লিলি চীনের চুং সিয়াং শহরের কৃষকরা জাপানে গিয়ে লেখাপড়ার কাহিনী আপনাদের শোনাবেন। বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় আজ বিদায় নিচ্ছি। ।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China