২৫ ফেব্রুয়ারী সকালে সদ্য শপথ গ্রহণ করা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাক একইদিন বিকেলে জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার সঙ্গে বৈঠক করেছেন। তারা দক্ষিণ কোরিয়া ও জাপান সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে একমত হয়েছেন।
খবরে জানা গেছে, তাঁরা পরস্পরের দেশে পুঁজি বিনিয়োগ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন এবং দু'দেশের মধ্যে বেসরকারী অর্থনৈতিক সহযোগিতামূলক সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা দু'দেশের শীর্ষনেতাদের মধ্যে নিয়মিত পারস্পরিক সফর বিনিময় পুনরুদ্ধার এবং ছ'পক্ষীয় বৈঠকের কাঠানোয় ঘনিষ্ঠ সহযোগিতার ব্যবস্থা নির্মাণ করাসহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন।
লি মিউং-বাক বলেন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের উচিত দু'দেশের তরুণ-তরুণীদের বিনিময় বাড়ানো, যাতে ইতিহাস ও সংস্কৃতি ক্ষেত্রে দু'দেশের সমঝোতা বাড়ানো যায়।
ইয়াসুও ফুকুদা প্রেসিডেন্ট লি মিউং-বাকের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ২৪ ফেব্রুয়ারী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। (লিলি)
|