২১ ফেব্রুয়ারী পাকিস্তানের পিপলস পার্টির যুগ্ম চেয়ারম্যান আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ(এন) গ্রুপের নেতা নওয়াজ শরিফের যৌথ উদ্যোগে রাজধানী ইসলামাবাদে একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা। সম্মেলনে সম্মিলিতভাবে নতুন সরকার গঠনের কথা ঘোষণা করা হয়েছে।
এদিন রাতে জারদারি এবং শরিফ উভয়েই ইসলামাবাদে বৈঠকের পর সম্মিলিতভাবে ফেডারেশন এবং প্রাদেশিক পর্যায়ের সরকার গঠনের কথা ঘোষণা করেছেন। তারা বলেন, দুটি দলই অনেক সমস্যার ব্যাপারে একমত হয়েছে। তারা ভবিষ্যতে পার্লামেন্টে একাত্মতা বজায় রেখে সম্মিলিত শক্তি ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
জারদারি বলেন, তিনি সারা দেশের অভিমত সংগ্রহ করার মাধ্যমে সরকার প্রতিষ্ঠার পথ অন্বেষণ করছেন। তিনি আশা করেন, শরিফ ভবিষ্যতে সরকারের একজন সদস্য হবেন।
শরিফ স্বীকার করেন, সাবেক প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মদ চৌধুরিসহ পদচ্যুত কয়েক জন বিচারপতির পদ পুনরুদ্ধারের ব্যাপারে সমস্যায় দু'দলের অবস্থান একই।
২৪ ফেব্রুয়ারী পাকিস্তানের প্রচার মাধ্যমগুলোতে বলা হয়েছে, পাকিস্তানের আইন প্রয়োগকারীসংস্থা সম্প্রতি আত্মগোপনে থাকা ১২২জন আত্মঘাতী বোমা হামলাকারীকে গ্রেফতার করেছে ।
২৩ ফেব্রুয়ারী সাংবাদিকদেরকে দেয়া একটি সাক্ষাত্কারে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী হামিদ নওয়াজ বলেছেন, এসব হামলাকারীকে গ্রেফতার করার পাশাপাশি আইন প্রয়োগকারীসংস্থা ব্যাপক বিস্ফোরক ও সাজসরঞ্জাম উদ্ধার করেছে । তিনি বলেন, বতর্মানে পাকিস্তান সন্ত্রাসবাদ ও উগ্রবাদের হুমকির মধ্যে রয়েছে তা ক্রমশ কমে আসছে । ভবিষ্যতে আত্মঘাতী হামলার আশংকা কমে গেছে ।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২২ ফেব্রুয়ারী প্রকাশিত যুক্তরাষ্ট্রের "ওয়াশিংটন পোস্টে" তাঁর একটি প্রবন্ধে বলেছেন , তিনি সন্ত্রাস দমন , গণতান্ত্রিক সরকার গঠন এবং অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন মেয়াদের পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন ।
প্রবন্ধে মুশাররফ বলেছেন , পাকিস্তান এখন তিনটি প্রধান কর্তব্যের সম্মুখীন: সন্ত্রাস ও উগ্রবাদ দমন , স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক সরকার গঠন এবং অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা । তা অধিকাংশ জনগণের অভিন্ন লক্ষ্য । তিনি নতুন মেয়াদের পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা করে উপরোক্ত লক্ষ্যগুলো বাস্তবায়ন করবেন ।
তিনি সদ্য সমাপ্ত পার্লামেন্টের ইতিবাচক মূল্যায়ন করে বলেছেন , দেশের অস্থিতিশীলতা নিরসনের পর পাকিস্তান সফলভাবে পার্লামেন্ট নির্বাচন আয়োজন করেছে । পাকিস্তানের ৬০ বছরের ইতিহাসে তা একটি মাইলফলক
ব্রিটেন , ফ্রান্স ও জার্মানী বৃহস্পতিবার যৌথভাবে জাতি সংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত সর্বশেষ খসড়া প্রস্তাব বিলি করেছে । জাতি সংঘে ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি জন সাওয়ার্স বলেন , গত মাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া , চীন , ব্রিটেন , ফ্রান্স ও জার্মানীর পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে পৌঁছানো মতৈক্যের ভিত্তিতে সংশোধনের পর এ খসড়া প্রস্তাব প্রণীত হয়েছে । প্রস্তাবে নিরাপত্তা পরিষদের কয়েকটি অস্থায়ী সদস্য দেশের মতামতও অন্তর্ভূক্ত হয়েছে । তিনি বলেন , এর আগে গৃহীত দুটি প্রস্তাবের ভিত্তিতে খসড়া প্রস্তাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদারের সুপারিশ করা হয় । তবে পাশাপাশি খসড়া প্রস্তাবে কূটনৈতিক উপায়ে এ সমস্যা সমাধানের কথা জোরালোভাবে বলা হয়েছে ।
সাওয়ার্স বলেন , আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদে এ খসড়া প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে । তিনি আশা করেন , তখন আরো বেশি দেশ নিজেদের মতামত দেবে । যাতে খসড়া প্রস্তাব যত তাড়াতাড়ি সম্ভব গৃহীত হতে পারে ।
নেপালের তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , আনুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণকারী ৩৭টি রাজনৈতিক দলের প্রার্থীদের নামের তালিকা দাখিল করা হয়েছে । তারা এপ্রিল মাসে অনুষ্ঠিত নেপালের সংবিধান প্রণয়ন সম্মেলনের নির্বাচনে অংশ নেবেন ।
জানা গেছে , ক্ষমতাসীন নেপালের সাত দলীয় লীগের সাতটি দল ছাড়াও নেপালের রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি থেকে চলে যাওয়া বিভিন্ন দলও প্রার্থীদের নামের তালিকা দাখিল করেছে
|