v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-25 20:03:36    
পেইচিং অলিম্পিক গেমসের জন্য ওয়াটার কিউবে সফলভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

cri

৬ দিনব্যাপী 'ভাগ্যবান পেইচিং' নামের চীন সাঁতার ওপেন ৫ ফেব্রুয়ারী পেইচিংয়ে শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতটি হল পেইচিং অলিম্পিক গেমসের একটি প্রধান স্টেডিয়াম জাতীয় সাঁতার কেন্দ্র 'ওয়াটার কিউবে' অনুষ্ঠিত প্রথম প্রতিযোগিতা। এটি পেইচিং অলিম্পিক গেমসের একটি পরীক্ষামূলক প্রতিযোগিতা। এবারের পরীক্ষার মাধ্যমে 'ওয়াটার কিউবের' স্থাপনাও সঠিক ব্যবস্থা পনার বিভিন্ন দিকগুলোর কার্যকারিতার মূল্যায়ন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্কে কিছু বলবো।

যদিও এবারের চীন সাঁতার ওপেন শুধু একবারের জন্য পরীক্ষামূলক প্রতিযোগিতা হয়েছে, তবুও ২৯টি দেশ ও অঞ্চলের ২শোরও বেশি ক্রীড়াবিদ এতে অংশ নিয়েছেন। তাদের অংশ নেয়ার কারণ হল পেইচিং অলিম্পিক গেমসের সাঁতার স্টেডিয়াম দেখা।

ওয়াটার কিউব ২০ কোটি মার্কিন ডলার দিয়ে নির্মিত হয়েছে। এ স্টেডিয়ামের শুধু যে সুন্দর ও চমত্কার দৃষ্টি রয়েছে তা নয়, বরং বিশ্বের প্রথম পর্যায়ের অঞ্চল প্রকার ব্যবস্থা এখানে রয়েছে। এটি অংশগ্রহণকারী ও সাংবাদিকদের প্রশংসা পেয়েছে। জার্মানীর ক্রীড়াবিদ রিয়ান পিনি বলেছেন, ওয়াটার কিউব অনেক বড় এবং এখানে বহু সুবিধাজনক ব্যবস্থা রয়েছে। মার্কিন এনবিসি'র সাংবাদিক ড্যাভিড নিল বলেছেন, 'সাঁতার অলিম্পিক গেমসের একটি জনপ্রিয় ইভেন্ট। বিশেষ করে, আমরা মার্কিনীরা অনেক পছন্দ করি। ওয়াটার কিউব একটি মনের মত স্টেডিয়াম। আমি ৮বার অলিম্পিক গেমসে অংশ নিয়েছি। আমি বিশ্বাস করি, এখান থেকে প্রচারিত টেলিভিশনের তথ্য সারা বিশ্বের দর্শকদেরকে মুগ্ধ করবে।'

সাধারণত অলিম্পিক গেমসের সাঁতার প্রতিযোগিতা স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত হয়, কিন্তু উত্তর আমেরিকার দর্শকদের চাহিদা অনুযায়ী পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি সাঁতার প্রতিযোগিতাগুলো পেইচিংয়ের স্থানীয় সময় সকালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এবারের চীন সাঁতার ওপেনে এ নতুন ব্যবস্থা নেয়া হয়। যাতে ক্রীড়াবিদদেরকে নতুন ব্যবস্থার সঙ্গে সংগতি রাখার সুযোগ সরবরাহ করা যায়।

জার্মানীর ক্রীড়াবিদ পল বিয়েডার্ম্যান পুরুষদের ২ শো ফ্রি-স্টাইল সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু তাঁর এবারের এ সাফল্য বিশ্ব রেকর্ডের চেয়ে ৬ সেকেন্ড বেশি। তিনি বলেছেন, 'প্রতিযোগিতার সময় ছিল জার্মানীর স্থানীয় সময় রাত তিন টা। সেজন্য এবারের সাফল্যের সঙ্গে আগের চেয়ে একটু ব্যবধান রয়েছে। কিন্তু আমি তৃপ্ত। আমি বিশ্বাস করি, পেইচিং অলিম্পিক গেমসের সময় আমি এ সময়কে ধরে রাখতে পারবো।'

এবারের চীন সাঁতার ওপেনের মাধ্যমে বেশির ভাগ অংশগ্রহণকারী ক্রীড়াবিদ মনে করেন, ওয়াটার কিউব তাঁদেরকে প্রতিযোগিতার সব ধরণের সুবিধা সরবরাহ করতে পারবে। যদিও পেইচিং অলিম্পিক গেমসের সময় ঘনিয়ে আসছে, তবুও ক্রীড়াবিদরা সাফল্যের প্রত্যয় দৃপ্ত।