তাইওয়ানের "কমান ওয়েলথ"পত্রিকার সর্বশেষ জরিপে দেখা গেছে, তাইওয়ানের ১০০০টি বড় শিল্পপ্রতিষ্ঠানের ৯০ শতাংশেরও বেশি প্রধান নির্বাহী কর্মকর্তাআশা করেন, তাইওয়ান অঞ্চলে নতুন নেতা নিযুক্ত হওয়ার পর দু'তীরের নীতি আরো উন্মুক্ত হবে।
জানা গেছে, জরিপে প্রায় ৯১ শতাংশ সি ই ও আশা করেন, তাইওয়ান কর্তৃপক্ষের নীতি আরো উন্মুক্ত হবে। ৮ শতাংশ সি ই ও'র মতামত হলো, বর্তমান নীতি স্থায়ী হবে। তা ছাড়া, ৭৪ শতাংশ সি ই ও মূল ভূভাগের বিশেষ প্রযুক্তিবিদদেরকে আকর্ষণ করতে ইচ্ছুক। (লিলি)
|