২৪ ফেব্রুয়ারী বাংলাদেশের বার্ড ফ্লু নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বার্ড ফ্লু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগ আগের দিন ৭টি জেলায় মোট ৫৮ হাজার গৃহপালিত হাঁস-মুরগী নিধন করেছে।
এই কেন্দ্র বলেছে, গত বছরের মার্চ মাসে প্রথম বার্ড ফ্লু দেখা দেয়ার পর বাংলাদেশের মোট ১০ লাখ হাঁস-মুরগী নিধন করা হয়েছে। অন্য ১০ লাখ হাঁস-মুরগীর ডিম ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশের ৬০ থেকে ৭০ শতাংশ হাঁস-মুরগী পালন কেন্দ্রে বার্ড ফ্লুর সংক্রমণ ঘটেছে বা প্রভাব পড়েছে। ৫০ শতাংশ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে এবং প্রায় ৫০ লাখ লোক কর্মচ্যুত হয়েছে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি প্রায় ৫৮.৬ কোটি মার্কিন ডলার।
এ পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ বার্ড ফ্লু আক্রান্ত হয়নি। (লিলি)
|