v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-25 19:20:34    
চীনের জাতীয় ট্র্যাক ও ফিল্ড দল ইতিবাচকভাবে পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি নিচ্ছে

cri
২০০৭ সালে চীন ট্র্যাক ও ফিল্ড ক্ষেত্রে অনেক সাফল্য লাভ করে। ওসাকা ট্র্যাক ও ফিল্ড বিশ্ব চ্যাম্পীয়নশীপে চীন একটি স্বর্ণপদক, একটি রৌপপদক ও একটি ব্রোন্ঞ্জপদক লাভ করে পদক তালিকায় একাদশ স্থানে ছিল। এটি হল ১৯৯৩ সালে মোন্ট কার্লো ট্র্যাক ও ফিল্ড বিশ্ব চ্যাম্পিয়নশীপ ধরে চীনের সর্বশ্রেষ্ঠ সাফল্য। এশিয়া ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপে চীন দ্বিতীয় ক্রীড়াবিদদেরকে পাঠিয়ে ৭টি স্বর্ণপদক, ৫টি রৌপপদক ও ৪টি ব্রোন্ঞ্জপদক লাভ করে প্রথম স্থানে রয়েছে। এছাড়া, কোনো কোনো বিশ্ববিখ্যাত্ ক্রীড়াবিদও সাফল্য লাভ করেন। যেমন চৌ ছুনহং ল্যাডন মারাথন চ্যাম্পিয়নশীপের নারীদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপ লাভ করেন। এ সাফল্য লাভের কারণ সম্পর্কে চীনের জাতীয় ট্র্যাক ও ফিল্ড দলের প্রধান কোচ ফেং শুইয়ং বলেন,

(রে ১)

'আমরা এ কয়েক বছরে অব্যাহতভাবে চেষ্টা করছে। সেজন্য এত বেশি সাফল্য লাভ করতে পারি। এ কয়েক বছরে আমরা নিয়ম ও বৈশিষ্টের গবেষণা করার চেষ্টা করতে থাকি। এর মাধ্যমে কোচ ও ক্রীড়াবিদরা প্রতি ইভেন্টের নিয়ম ও বৈশিষ্ট্য ভালভাবে জানান। যাতে বিশেষ অনুশীলন জোরদার করা যায়।'

২০০৭ সালে এসব সাফল্য চীনের জাতীয় ট্র্যাক ও ফিল্ড দলের আস্থা জোরদার করে এবং ভবিষ্যতে আরো বেশি সাফল্য লাভের ভিত্তিতে পরিনত হয়। এর মাধ্যমে চীনের জাতীয় ট্র্যাক ও ফিল্ড দল আরো ইতিবাচকভাবে অলিম্পিক গেমস ২০০৮'র জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদরা চীনের নানা স্থানে প্রথম দফা শীতকালীন অনুশীলন করছে। এটি হল অলিম্পিক গেমস ২০০৮'র আগে সর্বশেষ শীতকালীন অনুশীলন। এটি চীনা ক্রীড়াবিদের অলিম্পিক গেমসে সাফল্যের সম্পর্কিত। ফেং শুইয়ং বলেন, এটি হল অলিম্পিক গেমসের আগে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুশীলন। তিনি আরো বলেন, প্রথম দফা অনুশীলন সুষ্ঠুভাবে চলছে। তিনি বলেন,

(রে ২)

'প্রায় দুই মাসের অনুশীলনের মাধ্যমে ভাল ফলাফল অর্জিত হয়। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। বেশির ভাগ ক্রীড়াবিদ ভালভাবে অনুশীলের দায়িত্ব সম্পন্ন করে। চিকিত্সার ক্ষেত্রে আমরাও সাফল্য লাভ করি।'

লিউ সিয়াং এবারের শীতকালীন অনুশীলনে অংশ নেন। চীনের জাতীয় ট্র্যাক ও ফিল্ড দলের আলোকিত ক্রীড়াবিদ হিসেবে বারবার সাফল্য দিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেন। বিশেষ করে ২০০৭ সালে ওসাকা ট্র্যাক ও ফিল্ড বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি পুরুষদের এক শো মিটার ইভেন্টে চ্যাম্পিয়নশীপ লাভ করে তাঁর একটি সপ্ন বাস্তবায়ন করেন।

২০০৮ সালে লিউ সিয়াং তাঁর কোচ সুন হাইফিংয়ের প্রশিক্ষণে পেইচিংয়ে অনুশীলন করছেন। এ দফার অনুশীলন লিউ সিয়াংয়ের স্বাস্থ্য ও প্রযুক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য দু'জন এর ওপর অনেক গুরুত্ব দেন। সুন হাইফিং এবারের অনুশীলনে লিউ সিয়াংয়ের অগ্রগতি সম্পর্কে বলেন,

(রে ৩)

'আমি এবারের অনুশীলনে লিউ সিয়াংয়ের অগ্রগতিতে সন্তুষ্ট। বিশেষ অনুশীলনের ক্ষেত্রে আগের চেয়ে ভাল। এর আগে সাংহাইতে অনুশীলনে লিউ সিয়াং স্পাইক সমৃদ্ধ জুতা পড়েন নি। পেইচিংয়ে তিনি প্রথম বারের মত স্পাইক সমৃদ্ধ জুতা পড়েন। এবারের অনুশীলন আগের চেয়ে আরো কঠিন।'

এখন পেইচিং অলিম্পিক প্রস্তুতির মূল সময়, তাহলে চীনের ট্র্যাক ও ফিল্ড ক্রীড়াবিদের অনুশীলন ও প্রতিযোগিতার কর্মসূচী কিভাবে প্রণয়ন করা হয়? এটি তাঁরা অলিম্পিক গেমসের সময় নিজের সর্বশ্রেষ্ঠ অবস্থা বাস্তবায়নের সমস্যার সম্পর্কিত। ফেং শুইয়ং বলেন, ২০০৮ সালের ২৬ থেকে ২৭ পর্যন্ত ও ৩০ থেকে ৩১ পর্যন্ত দু'বার চীনের জাতীয় ইনডর ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। চীনের জাতীয় ট্র্যাক ও ফিল্ড দল ১৮ ক্রীড়াবিদ পাঠিয়ে মার্চ মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব ইনডর ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপে অংশ নেবেন। বাকী ক্রীড়াবিদরা ফেব্রুয়ারী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ধারাবাহিক গ্রাঁ পিতে অংশ নেবেন। এছাড়াও, চীনা ক্রীড়াবিদরা মে থেকে জুলাই মাস পর্যন্ত জাপান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিভিন্ন গ্রাঁ পিতে অংশ নেবেন।

অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের ক্রীড়াবিদের নির্বাচন সম্পর্কে ফেং শুইয়ং বলেন, কর্মসূচী অনুযায়ী, রেস ওয়াল্ক ও মারাসন অংশগ্রহণকারী ক্রীড়ার নাম তালিকা জানুয়ারী ও এপ্রিল মাসে নির্ধারিত হবে। বাকী ইভেন্টের অংশগ্রহণকারী ক্রীড়ার নাম তালিকা ২১ থেকে ২৪ পর্যন্ত মে ভাগ্যবান পেইচিং আন্তর্জাতিক ট্র্যাক ও ফিল্ড আমন্ত্রিত প্রতিযোগিতার পর নির্ধারিত হবে।

যদিও ২০০৭ সালে চীন কোনো কোনো সাফল্য লাভ করে ও বর্তমানে এবারের শীতকালীন অনুশীলন সুষ্ঠুভাবে চলছে, তবুও চীনের ট্র্যাক ও ফিল্ডের পর্যায় আন্তর্জাতিক পর্যায়ের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। চীনের ট্র্যাক ও ফিল্ডের বিশ্বে অবস্থান সম্পর্কে ফেং শুইয়ং স্পষ্টভাবে জানেন। সেজন্য ফেং শুইয়ং বলেন, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'এ চীনের ট্র্যাক ও ফিল্ডের বিরাট ও কঠিন চ্যালেন্ঞ্জ সম্মুখীন হবে। তিনি আরো বলেন,

(রে ৪)

'এখন থেকে পেইচিং অলিম্পিক গেমস আয়োজন পর্যন্ত ৮ মাসেরও কম সময়। এত কম সময়ে অলিম্পিক গেমসের নির্ধারিত দায়িত্ব সম্পর্কে আমাদের কঠিন লাগে। প্রধান কারণ হল আমাদের সামর্থ্য বেশি না। আমাদের বিশ্বের প্রথম দশ অবস্থানে রওয়ার ইভেন্ট ও ক্রীড়াবিদের সংখ্যা কম। আমাদের সুবিধাজনক ইভেন্টসহ প্রতি ইভেন্টের প্রতিপক্ষের সামর্থ্য বিরাট। এটি উপক্ষা করা হবে না।'