চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর পরিচালক সুন জি হুই ২৪ ফেব্রুয়ারি বলেছেন, চীনের সামুদ্রিক অর্থনীতি'র ভূমিকা অনেক উন্নত হয়েছে এবং সামুদ্রিক শিল্পে কর্মসংস্থান আরো সম্প্রসারিত হয়েছে। ২০০৭ সাল পর্যন্ত সামদ্রিক শিল্প ৩ কোটিরও বেশি লোকের কর্মসংস্থানের যোগান দিয়েছে। ঐ বছর নতুন করে মোট ১৯ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
চীনের হুন নান প্রদেশের ছাং শা শহরে অনুষ্ঠিত দেশের সামুদ্রিক অর্থনীতি ও শিল্প সংক্রান্ত অধিবেশনে সুন জি হুই বলেন, চীনের "সামুদ্রিক অর্থনীতি উন্নয়নের পরিকল্পনা" সুষ্ঠুভাবে চালু হওয়ার সঙ্গে সঙ্গে সামুদ্রিক অর্থনীতিতে দ্রুত উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে।
চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৭ সালে চীনের সামুদ্রিক শিল্পে মোট আয় ছিল ২ ট্রিলিয়ন ইউয়ান যা দেশের জিডিপি'র দশ ভাগের এক ভাগ। ২০০৬ সালের একই সময়ের তুলনায় এই আয় ১৫ শতাংশ বেশি। (ইয়াং ওয়েই মিং)
|