v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-25 18:55:07    
চীনের জাতীয় সাঁতার কেন্দ্র ওয়াটার কিউবিক পরীক্ষামূলক প্রতিযোগিতায় প্রশংসিত

cri

    এ বছরের আগষ্ট মাসে পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে । বিভিন্ন স্টেডিয়ামের ব্যবস্থা এবং অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ পরীক্ষা করে দেখার জন্য গত বছরের জুলাই মাস থেকে অলিম্পিক গেমসের উদ্বোধনী পর্যন্ত ' সৌভাগ্য পেইচিং ' নামের অনেক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে । ২৪ ফেব্রুয়ারী সমাপ্ত আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের বিশ্বকাপ ডাইভিং প্রতিযোগিতা ছিল এর মধ্যে অন্যতম । চীনের জাতীয় সাঁতার কেন্দ্র ওয়াটার কিউবিক চালুর পর এবারসহ মোট দু বার ওয়াটার কিউবিকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো । পেইচিং অলিম্পিক গেমস চলাকালে ওয়াটার কিউবিকে সাঁতার , ডাইভিং ,ওয়াটার ব্যালে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।

    জাতীয় সাঁতার কেন্দ্র ভবনের রং পানির মত বলে তাকে ওয়াটার কিউবিক বলা হয় । ১৯শে ফেব্রুয়ারী থেকে ২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের বিশ্বকাপ ডাইভিং প্রতিযোগিতা ছিল ' সৌভাগ্য পেইচিং ' প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ । প্রতিযোগিতা চলাকালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের কার্যনির্বাহী চেয়ারম্যান কর্ণেল মার্কুলেস্কু ওয়াটার কিউবিকে অনুষ্ঠিত সব প্রতিযোগিতার অবস্থা পর্যবেক্ষণ করেন । আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের প্রযুক্তি বিভাগের কর্মকর্তা এলডন গডফ্নে সাংবাদিকদের দেয়া একটি সাক্ষাত্কারে বলেন , ওয়াটার কিউবিক অত্যন্ত সুন্দর । এটা হচ্ছে বিশ্বের অন্যতমসবচেয়ে সুন্দর স্থাপত্য । ভবনটি সাতার ও ডাইভিং প্রতিযোগিতার উপযোগী । বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরাও ওয়াটার কিউবিকের খোজখবর নিচ্ছেন । ওয়াটার কিউবিকের প্রতি সাংবাদিকদের দৃষ্টি আকৃষ্ট হওয়া স্বাভাবিক । কেননা অলিম্পিক গেমসের সময় বিভিন্ন দেশের সাংবাদিকরা সেখানে কাজ করবেন । তথ্য মাধ্যমগুলোর সুষ্ঠু কাজকর্ম নিশ্চিত করার জন্য ওয়াটার কিউবিকের তথ্য কেন্দ্রে প্রতিটি মাধ্যমের জন্য নির্দিষ্ট স্থান রাখা হয়েছে । প্রতিযোগিতার সময় প্রশিক্ষণ পাওয়া স্বেচ্ছাসেবকরা সময় মত সাংবাদিকদের জন্য তথ্য যোগান দেবে । এ ছাড়া তথ্য কেন্দ্রে সাংবাদিকদের আলাপ , বিশ্রাম নেয়া ও চা খাওয়ার স্থান রয়েছে । রয়টারের সংবাদদাতা নিক মুলভেনী বলেন , আমরা দ্রুত তথ্য সেবা চাই , এ ক্ষেত্রে চীন ভালো কাজ করেছে । অলিম্পিক গেমসের সময় বিভিন্ন দেশের প্রচুর সাংবাদিক চীনে আসবেন । সাংবাদিকদের জন্য সুষ্ঠুভাবে কাজ করা ও বিশ্রামের ব্যবস্থা নেয়া একটি কঠিন কাজ । চীনের স্বেচ্ছাসেবক সম্পর্কে তিনি বলেন , স্বেচ্ছাসেবকরা অন্যদের সাহায্য করতে সবসময় প্রস্তুত রয়েছে । তারা সময় মতো আমাদেরকে নতুন তথ্য দিচ্ছেন এবং আমাদের অসুবিধা দূর করার চেষ্টা করছেন ।

    নিক আরো বলেন , ওয়াটার কিউবিকে প্রতিযোগিতা অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য হল সমস্যা থাকলে তা খুঁজে বের করা । তিনি মনে করেন , ওয়াটার কিউবিকের তাপমাত্রা প্রয়োজনের চেয়ে বেশি । চীনে এখন শীতকাল , অলিম্পিক গেমসের সময় চীনে গরমকাল থাকবে , তাই আমার মনে হয় স্ট্যাডিয়ামের তাপমাত্রা আরো প্রতিযোগিতা উপযোগী পর্যায়ে নিয়ন্ত্রন করা উচিত , যাতে ক্রীড়াবিদ ও কর্মীরা আরাম বোধকরেন ।

    এবারের প্রতিযোগিতার আরেকটি কাজ হল অলিম্পিক গেমসের ডাইভিং ইভেন্টের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠান করা । চীনের বিখ্যাত ডাইভার কো চিং চিং , উ মিন সিয়া , হো ছুন ও রাশিয়ার দিমিত্রি সতিনসহ বিশ্বের বিভিন্ন দেশের ডাইভাররা আশা করেন , প্রতিযোগিতার সুযোগে অলিম্পিক গেমসের স্টেডিয়ামের সঙ্গে পরিচিত হতে পারবেন । ওয়াটার কিউবিকের ভালো সেবা ব্যবস্থা ক্রীড়াবিদদের মুগ্ধ করেছে । এক কাপ সুগন্ধী কফি ও স্বেচ্ছাসেবকেরমুখের হাসি তাদের মনের সংশয় দূর করেছে।

    পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষামূলক প্রতিযোগিতা বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । অলিম্পিক গেমসের একটি প্রধান স্টেডিয়াম হিসেবে ওয়াটার কিউবিকের প্রস্তুতির কাজ অব্যাহতভাবে চালানো হবে ।