চার মাসের প্রশিক্ষণ শেষে নেপালকে সাহায্যকারী চীনের পঞ্চম দফা চিকিত্সা দলের ২৫ ফেব্রুয়ারী রাতে বিমানযোগে নেপালে পোঁছানোর কথা। তারা সেখানে দু'বছরব্যাপী চিকিত্সার দায়িত্ব পালন করবে।
খবরে জানা গেছে, ১৬ জনের এই চিকিত্সা দল ১৫ জন চিকিত্সক এবং একজন দোভাষীকে নিয়ে গঠিত। এবারের পাঠানো চিকিত্সকদের মধ্যে রয়েছেন ইন্টার্নাল মেডিসিন এবং সার্জারিসহ বিভিন্ন ক্ষেত্রের চিকিত্সক। তারা নেপালের একমাত্র টিউমার হাসপাতালে কাজ করবেন এবং সেখানকার চিকিত্সকদেরকে প্রযুক্তিপ্রশিক্ষণ ও নির্দেশনা দেবেন।
১৯৯৮ সালে চীন এবং নেপাল সরকারের মধ্যে নেপালে কাজ করার জন্য চীনের চিকিত্সা দল পাঠানোর ওপরে প্রটোকল স্বাক্ষরিত হয়। এ পর্যন্ত নেপালে চীনের পাঠানো চিকিত্সক সংখ্যা মোট ৮৪ পার্সন-টাইমস। (লিলি)
|