মিসরের আল আহরাম আল মেসাই পত্রিকার রাজনীতি ও গবেষণা কেন্দ্রের সুদান সমস্যা বিষয়ক বিশেষজ্ঞ খেনি রাসলাম ২৪ ফেব্রুয়ারী বলেন, দারফুর সমস্যার মূল কারণ হচ্ছে উন্নয়ন সমস্যা। চীন দারফুর অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কল্যাণকর ভূমিকা পালন করছে।
রাসলাম চীনের তথ্য মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, দারফুর সমস্যা সমাধানের মৌলিক উপায় হচ্ছে উন্নয়ন বাস্তবায়ন করা। চীন মানবিক সাহায্য দেয়া, পানি সরবরাহ প্রকল্প চালু করা এবং চিকিত্সা ও শিক্ষার পরিবেশ উন্নয়ন করাসহ বিভিন্ন উপায়ে দারফুর অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে কল্যাণকর ভূমিকা পালন করছে।
রাসলাম বলেন, কিছু পশ্চিমা জগতের লোক পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে দারফুর সমস্যা সম্পৃক্ত করার চেষ্টা করছে। তারা এই আচরণের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের ভাবমূর্তি এবং দারফুর অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার চীনের প্রচেষ্টাকে নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো দারফুর অঞ্চলের মানবাধিকার নিয়ে মন্তব্য করছে। কিন্তু ইরাক যুদ্ধ এবং আফগান যুদ্ধের কারণে সৃষ্ট অসংখ্য লোক হতাহতসহ মানবিক সমস্যায় দ্বিমুখী মানদন্ড পোষণ করছে। (লিলি)
|