v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-25 11:33:52    
সুদান-চীন সম্পর্ক ও দারফুর সমস্যা সম্পর্কে সুদানের পররাষ্ট্রমন্ত্রীর অভিমত

cri
    ২৪ ফেব্রুয়ারী খার্তুম সফররত দারফুর বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি রাষ্ট্রদূত লিউ কুই চিন সুদানের পররাষ্ট্রমন্ত্রী ডেং অ্যালোর সঙ্গে বৈঠক করেছেন । দু'দেশের সম্পর্ক প্রসঙ্গে ডেং আলোর বলেছেন, চীন সুদান সরকারের এবং সুদান জনগণের বন্ধু ।

    আফ্রিকায় বিশেষ করে সুদানে চীন অনেক জনপ্রিয় । কারণ চীন হল আমাদের বন্ধু । সুদানের উন্নয়নে চীন অনেক সাহায্য দিয়েছে ।এর মধ্যে তেল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে । সুদানের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বিদ্যমান থাকায় দারফুর সমস্যার সমাধানে চীন চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

পশ্চাত্য দেশগুলোর কয়েকটি বেসরকারী সংস্থা ও ব্যক্তির দারফুর সমস্যাকে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে সম্পর্কিত করা প্রসঙ্গে ডেং এ্যালোর বলেছেন, সুদান দারফুর সমস্যাকে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টির বিরোধিতা করে ।

    সুদানের জন্য চীনের কোনো ক্ষতি বা ঝামেলার সম্মুখীন হওয়া এবং পেইচিং অলিম্পিক গেমসের বয়কট হতে পারে তা আমরা আশা করি না । বর্তমানে পাশ্চাত্য দেশগুলো এক মত যে, চীন সরাসরি বা পরোক্ষভাবে দারফুর সমস্যায় অংশ নেয় । এ কথা সম্পূর্ণ ভুল । আমি মনে করি, চীনের বন্ধু হিসেবে সুদান সরকারের এ মত পরিবর্তনে দায়িত্ব পালন করা উচিত । তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক পদ্ধতিতে দারফুর সমস্যা সমাধানের প্রক্রিয়ায় জাতিসংঘ ও আফ্রিকান লীগের যৌথ শান্তিরক্ষী মোতায়েনের পরও তা দীর্ঘ সময় নিচ্ছে ।আসলে এর মুল কারণ হলো দারফুর অঞ্চলে অনেক সরকারী বিরোধী দলগুলোর মতৈক্যে না পৌঁছা এবং আলোচনায় অংশ না নেয়া ।

    দারফুর সমস্যার গুরুত্ব হলো দারফুর অঞ্চলে সকল সরকার বিরোধী দলের একটি ঐক্যবদ্ধ কার্যক্রম গ্রহণ ও মতৈক্যে পোঁছা । দারফুর অঞ্চলের ২০টিরও বেশি সরকার বিরোধী দলের কম সময়ের মধ্যে মতৈক্যে পৌঁছতে না পারাই হলো আমাদের সম্মুখীন সমস্যা । আমরা তাদের সঙ্গে আলোচনার বসতেও পারছি না ।

    এ্যালোর আরও বলেন, যদিও দারফুর সমস্যার সমাধানের লক্ষ এখন অনেক জটিলতার সম্মুখীন , তারপরও সুদানসরকার দারফুরে শান্তি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবে ।

    প্রথমত: সরকার বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ মতৈক্যে পৌঁছতে এবং দু'এক জন প্রতিনিধি বাছাই করে আলোচনায় অংশ নিতে হবে । দ্বিতীয়ত : আমাদের শাদের সঙ্গে সম্পর্ক পরিবর্তন করা উচিত । নইলে দারফুর সমস্যার সমাধান আরও জটিল হবে । এছাড়াও , এখানে যত দ্রুত সম্ভব জাতিসংঘ ও আফ্রিকান লীগের যৌথ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন বাস্তবায়ন করা দরকার । নিরাপত্তা পরিস্থির পরিবর্তন না হলে, শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনেও সমস্যার সমাধানে অগ্রগতি হবে না ।

     (ছাও ইয়ান হুয়া)