২৩ ফেব্রুয়ারী পাকিস্তান পিপলস পার্টির যুগম চেয়ারম্যান আসিফ আলি জারদারি রাজধানী ইসলামাবাদে আশা প্রকাশ করেন যে, পাকিস্তান ও চীনের সঙ্গে সহযোগিতা আরো জোরদার হবে এবং অভিন্ন উন্নয়ন এগিয়ে যাবে।
এ দিন পাকিস্তানে নিয়োজিত চীনের রাষ্ট্রদূত লুও চাও হুই-এর সঙ্গে সাক্ষাত্কালে জারদারি পাকিস্তান-চীন মৈত্রী ও সহযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, পাকিস্তান চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি চীনের সঙ্গে অভিন্ন উন্নয়ন এগিয়ে নেবে। তিনি আরো বলেন, পিপিপি অব্যাহতভাবে পাক-চীন সম্পর্ক ত্বরান্বিত করবে এবং আশা করেন, চীন আগের মতো পাকিস্তানের নতুন সরকারকে সমর্থন করবে।
পিপিপি পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে বলে লুও চাও হুই জারদারিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা করেন, নতুন সরকারের নেতৃত্বে পাকিস্তান দ্রুত উন্নয়নের পথে চলার পাশাপাশি জারদারি ও পিপিপি অব্যাহতভাবে চীন-পাক সম্পর্কের উন্নয়নে চেষ্টা চালাবেন।
(খোং চিয়া চিয়া)
|