চীনের পর্যটকরা প্যারিসের গ্যালেরিয়েস লাফায়েটে বর্ষিত হয়েছে বলে ২৩ ফেব্রুয়ারী চীনের পর্যটন সমিতির একজন দায়িত্বশীল কর্মকর্তা একটি বক্তৃতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ।
গত ১১ ফেব্রুয়ারী চীনের জেচিয়াং প্রদেশের এক নবদম্পতি প্যারিসের গ্যালেরিয়েস লাফায়েটে জিনিপত্রের জন্য টাকা পরিশোধের সময় জাল টাকা ব্যাহারের অভিযোগে বর্ষিত হয়েছে । এর পর পুলিশ স্টেশনে পুলিশরা তাদের শরীরে বিষম চেক করেছে । এই কর্মর্কতা এই দোকান ও ফ্রান্সের সংশ্লিষ্ট পক্ষের প্রতি এই ঘটনা সঠকভাবে মোকাবেলার তীব্র অনুরোধ করেছেন । এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য বর্ষিত চীনা পযর্টকদের জন্য একটি সন্তোষ্ট জবাব দেওয়া উচিত ।
এই কর্মকর্তা আরও বলেন, যদিও এই ঘটনা এই নবদম্পতিকে অতি ক্ষতিগ্রস্ত করেছে তবুও তিনি বিশ্বাস করেন যে সংশ্লিষ্ট পক্ষ সঠিকভাবে এই ঘটনার মোকাবেলা করবে । যাতে পর্যটন ক্ষেত্রেচীন ও ফ্রান্সের মধ্যে বিনিময় ও সহযোগিতার সুষ্ঠু বিকাশ অব্যাহত থাকবে ।
|