v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-23 19:38:41    
ইরানের পরমাণু পরিকল্পনা সামরিক লক্ষ্যে কিনা তা এখনো সম্পষ্ট হয়নিঃ আই.এ.ই.এ

cri
    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক মহাম্মেদ এল-বারাদেই বলেছেন, ইরান তার পরমাণু পরিকল্পনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু এই পরিকল্পনার সামরিক লক্ষ্য আছে কিনা তা নিয়ে এখনো স্পষ্টভাবে বলেনি। ২২ ফেব্রুয়ারি ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত রিপোর্টে বারাদেই এই কথা বলেছেন।

    রিপোর্টে বলা হয়, পরমাণু পরিকল্পনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়ার সময় ইরান সহযোগিতা করেছে। এ পর্যন্ত অধিকাংশ সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু এখনো একটি প্রশ্ন বাকি থাকে, তা হলো ইরান কি তার সব কিছু পরমাণু পরিকল্পনা আবেদন করেছে, নাকি এখনো কিছু গোপন পরমাণু তত্পরতা চলছে। রিপোর্টে ইরানের কাছে এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য আরো সহযোগিতা চালানোর জন্য দাবি জানানো হয়েছে। তাতে আই.এ.ই.এ. ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু পরিকল্পনার বেসামরিক লক্ষ্য বিশ্বাস করতে পারবে।

    এই রিপোর্ট নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা কমিটি'র মুখপাত্র কেট স্টার বলেন, ইরান ইউরেনিয়াম ঘনিভূত্বকরণ তত্পরতা এখনো বন্ধ করেনি বলে যুক্তরাষ্ট্র খুব অসন্তুষ্ট। এর কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করার জন্য নিরাপত্তা পরিষদকে তাগিদ দেবে।

    ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা কমিটি'র সচিব সায়েদ জালিলি বলেন, বারাদেই'র রিপোর্ট ইরানের পরমাণু পরিকল্পনার বেসামরিক উদ্দেশ্যের প্রমাণ করেছে। তিনি বলেন, পরমাণু পরিকল্পনা সম্পর্কিত প্রশ্নগুলো ইরান সব উত্তর দিয়েছে এবং অব্যাহতভাবে আই.এ.ই.এ'র সঙ্গে সহযোগিতা চালাবে। (ইয়াং ওয়েই মিং)