চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া সিউয়েন ২২ ফেব্রুয়ারি টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে সিনজোর সঙ্গে সাক্ষাত করেছেন। আবে ছাড়া থাং চিয়া সিউয়েন লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কোমেই পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গেও সাক্ষাত করেছেন।
সাক্ষাত্কালে চীন-জাপান সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আবে শিনচো'র গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাং চিয়া সিউয়েন উচ্চ মূল্যায়ন করেছেন। আবে বলেছেন, জাপান-চীন সহযোগিতা দু'দেশ, এশিয়া তথা বিশ্বের জন্য অনুকূল। তিনি চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন জাপান সফরের সাফল্য কামনা করেছেন। তিনি আরো বলেন, দু'দেশের তরুণ-তরণীদের মধ্যে মত বিনিময়, দু'দেশের দীর্ঘকালীণ মৈত্রী উন্নয়নের জন্য সহায়ক হবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান বুনমেই ইবুকি'র সঙ্গে সাক্ষাত্কালে থাং চিয়া সিউয়েন বলেন, প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন জাপান সফর দু'দেশের সম্পর্ক আরো উন্নতি জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে মতবিনিময় ও সহযোগিতা আরো জোরদার করে দু'দেশের সম্পর্ক সামনে নিয়ে যেতে ইচ্ছুক। বুনমেন ইবুকি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বরাবরই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। দু'দেশের সম্পর্ক সুষ্ঠু উন্নয়নের পটভূমিতে দু'পক্ষের বাস্তব সহযোগিতা আরো জোরদার করা উচিত।
একই দিন থাং চিয়া সিউয়েন কোমেই পার্টি ও ডেমোক্রেটিক পার্টি'র নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন।
|