২২ ফেব্রুয়ারী লন্ডন সফররত চীন সরকারের দারফুর বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন বলেছেন, চীন ও আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সহযোগিতা হচ্ছে উন্মুক্ত ও স্বচ্ছ। চীন পশ্চিমা দেশগুলোর সঙ্গে আফ্রিকার শান্তি ও উন্নয়ন এবং আফ্রিকার সমাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক।
তিনি বলেন, আফ্রিকার নির্মাণ ও উন্নয়ন সমর্থনের জন্য, চীন ৪৭টি আফ্রিকান দেশকে নতুন সাহায্য দিয়েছে। ২০০৯ সাল পর্যন্ত, আফ্রিকাকে চীনের সাহায্য ২০০৬ সালের দ্বিগুণ হবে। তিনি আরো বলেন, ২০০৬ সালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে চীন-আফ্রিকা বাস্তব সহযোগিতা জোরদার ও আফ্রিকার উন্নয়নকে সমর্থনসহ ৮টি নীতি ও ব্যবস্থা ঘোষণা করেছেন। ২০০৭ সালে চীনের নেতারা ১৩টি আফ্রিকান দেশ সফর করেছেন।
তাছাড়া, লিউ চিন কুই দারফুর সমস্যা সম্পর্কে বিশদভাবে চীন সরকারের অবস্থান এবং এই অঞ্চলের উন্নয়নে চীনের মানবিক সাহায্যের অবস্থা ব্যাখ্যা করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দারফুরকে আরো বেশি মানবতাবাদী সাহায্য দেয়া এবং অব্যাহতভাবে দারফুর সমস্যার সমাধান ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। (খোং চিয়া চিয়া)
|