চীনের কেন্দ্রীয় ব্যাংক—চীনা গণ ব্যাংকের ২২ ফেব্রুয়ারী প্রকাশিত ২০০৭ সালের মুদ্রা নীতি সম্পর্কিত রিপোর্টে বলা হয়, ২০০৮ সালে চীনের জাতীয় অর্থনীতির দ্রুত বৃদ্ধি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টে বলা হয়, এ বছর চীনের জাতীয় অর্থনীতির বৃদ্ধি কিছুটা কমবে। এ বছরে প্রথম ছয় মাসে পণ্যভোগীর দ্রব্যমূল্য সূচক সি পি আই'র বৃদ্ধি হার উচ্চ মানে বজায় থাকবে।
(খোং চিয়া চিয়া)
|