২২ ফেব্রুয়ারী প্রকাশিত চীনের দ্বিতীয় কৃষি জরীপের পরিসংখ্যান দ্বিতীয় রিপোর্ট থেকে জানা গেছে, ২০০৬ সালের শেষ নাগাদ চীনের কৃষক পরিবার ২০ কোটিরও বেশি। যা ১৯৯৬ সালে প্রথমবার জরীপের চেয়ে ৩.৭ শতাংশেরও বেশি ।
রিপোর্টে বলা হয়, এসব পরিবারের মধ্যে ৬০ শতাংশের আয় কৃষি ক্ষেত্রের । যা ১০ বছর আগের চেয়ে ৭.২ শতাংশ কম । ২০০৬ সালের শেষ দিকে চীনের ৩০ কোটিরও বেশি কৃষকের মধ্যে নারীর হার ছিল ৫৩.২ শতাংশ এবং পুরুষের হার ৪৬.৮ শতাংশ । চীনের কৃষকদের মধ্যে মাধ্যমিক স্কুলের ডিগ্রী লাভকারীর হার ৪৭.৩ শতাংশ ।
(ছাও ইয়ান হুয়া)
|