২২ ফেব্রুয়ারী ভানুয়াতু ন্যাশনাল ইউনাইটেড পার্টির চেয়ারম্যানও সরকারের প্রধানমন্ত্রী হ্যাম লিনি রাজধানী ভিলা বন্দরে প্রধানমন্ত্রী ভবনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক যোগাযোগ উপমন্ত্রী চাং চি চুনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন । তিনি পুনরায় ঘোষণা করেন যে, ভানুয়াতু সরকার আগের মত ভবিষ্যতেও একচীন নীতি অনুসরণ করবে ।
হাম লিনি বলেন, বর্তমানে দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে চলছে । ভানুয়াতু চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং সম্পর্ককে করতে আগ্রহী । তিনি আরও বলেন, ভানুয়াতু সরকার সম্প্রতি দক্ষিণ চীনের তুষারপাত দুর্যোগের জন্য সমবেদনা জানায় ।
চাং চি চুন বলেন, চীন সরকার দু'দেশের সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব দিয়ে দেখে । বর্তমানে দু'দেশের সরকার , পার্লামেন্ট ও রাজনৈতিক দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময়ের ধারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে । চীন ভানুয়াতুর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে আগ্রহী ।
অস্ট্রেলিয়া সফর শেষে ২১ ফেব্রুয়ারী রাতে চাং চি চুনের নেতৃত্বাধীন দলটি ভিলা বন্দরে পৌঁছেন ।(ছাও ইয়ান হুয়া)
|