v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-22 18:58:30    
গ্রামাঞ্চলের পানীয় জল ও পরিবেশ উন্নয়নে চীনের গৃহীত ব্যবস্থা

cri

    চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত একটি জরীপের ফলাফল থেকে জানা গেছে , প্রায় ৪৪ শতাংশ গ্রামের পানীয় জল স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিরাপত্তার মানদন্ডে পৌঁছায়নি । গ্রামাঞ্চলে টয়লেটের হার অত্যন্ত কম । যেখানে-সেখানে আবর্জনা যথেচ্ছ ফেলার সমস্যা গুরুতর । এর পরিপ্রেক্ষিতে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন , এ বছর গ্রামাঞ্চলের পানীয় জলের ওপর তত্ত্বাবধান ও টয়লেটের সংস্কার এবং গ্রামাঞ্চলের পানীয় জল ও পরিবেশ উন্নয়নে চীন সরকার বিনিয়োগ বাড়াবে ।

    পানীয় জল ও পরিবেশের অবস্থা নাগরিকদের স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করার একটি গুরুত্বপূর্ণ উপাদান । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে ৮০ শতাংশ রোগ অপরিষ্কার পানি পান এবং জঘন্য স্থানীয়পরিবেশের কারণে হয়েছে । রোগ কমানো এবং স্বাস্থ্য উন্নয়নের উত্তম উপায় হল সকল মানুষকে বিশুদ্ধ পানীয় জল ও সু পরিবেশ প্রদান করা । ২০০৬ সালের আগষ্ট মাস থেকে গত বছরের শেষ নাগাদ চীনে প্রথমবারের মতো গ্রামাঞ্চলের পানীয় জল ও পরিবেশের ওপর ব্যাপকজরীপ চালানো হয়েছে । জরীপের ফলাফল থেকে প্রমাণিত হয়েছে , গ্রামাঞ্চলের পানীয় জলের প্রধান সমস্যা হল জৈবের পরিমাণ মানদন্ড ছাড়িয়ে যাওয়া । এর প্রধান কারণ হল গ্রামাঞ্চলের পানীয় জল জীবানু মুক্ত করণের হার অপেক্ষাকৃত নিচু । গ্রামাঞ্চলে টয়লেটের হার মাত্র ২৫ শতাংশ ।

    কৃষি উত্পাদনে অপেক্ষাকৃত বেশি সময় মল ব্যবহার করা হয় এবং অধিকাংশ কৃষক সরাসরি অপরিশোধিত মল ব্যবহার করেন । যার ফলে মলের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে । এ জন্য চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও ছুনআন বলেন , এ বছর চীন সরকার গ্রামাঞ্চলে টয়লেটের সংস্কার ও পানির তত্ত্বাবধানে ৩৩ কোটি ৬০ লাখ রেনমিনপি বরাদ্দকরবে । কেন্দ্রীয়প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে গ্রামাঞ্চলের পানীয় জলের বিশুদ্ধকরণ ব্যবস্থা জোরদার , যথাযথ সময় গ্রামাঞ্চলের নিরাপদ পানীয় জলের স্বাস্থ্য সম্পর্কিতমূল্যায়ন , গ্রামাঞ্চলে অক্ষতিকর টয়লটের জনপ্রিয়তা ও মলের অক্ষতিকর পরিশোধন ও স্বাস্থ্যসম্মতপানীয় জলের যোগ্যতা বাড়িয়ে দেয়ার ব্যাপারে বিভিন্নপর্যায়ের স্থানীয় সরকারকে সাহায্য করা হবে ।

    জরীপ থেকে জানা গেছে , চীনের বেশ কয়েকটি অঞ্চলেপানীয় জলের গুণগতমান মানদন্ডে পৌঁছায়নি এবং পানীয় জলের কারণে স্থানীয় বিবিধ রোগসহ বিভিন্নসমস্যা বিদ্যমান । গ্রামাঞ্চলের ৩০ কোটি মানুষের পানীয় জল এখনোঅনিরাপদ । মাও ছুনআন বলেন , চীন সরকার গ্রামাঞ্চলের পানীয় জল ও পরিবেশের ওপর খুব গুরুত্ব দিচ্ছে । গত কয়েক বছরে চীন সরকার কিছু গ্রামাঞ্চলে পানীয় জল বিশুদ্ধকরণ প্রকল্প উন্নয়নে বিরাট পরিমাণে অর্থবরাদ্দ করেছে । যার ফলে ১০ কোটি গ্রামীণ লোকের পানীয় জলের সমস্যার সমাধান হয়েছে ।

    গত তিন বছরে দারিদ্র্য অঞ্চলের বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ও টয়লেটের সংস্কারে চীন ৫০ কোটি রেনমিনপিও বরাদ্দ করেছে । মাও ছুনআন বলেন, চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তিকেকাজে লাগিয়ে কাজের ও ব্যবস্থাপনার মান উন্নত করবে এবং গ্রামাঞ্চলের পানীয় জল ও পরিবেশের উন্নতিকরবে । তিনি বলেন , স্বাস্থ্য মন্ত্রণালয় রাসায়নিক সার , কীটনাশক ওষুধের ব্যবহারের ওপর কড়াকড়িভাবে তত্ত্বাবধান করবে । গ্রামাঞ্চলের পানীয় জলের উত্সের পরিবেশ পরিচালনার কাজ জোরদার করবে । পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রামাঞ্চলে কলের পানি প্রকল্প প্রতিষ্ঠা করবে এবং ২০১৫ সালে চীনের গ্রামাঞ্চলের মানুষ যাতে বিশুদ্ধপানি পান করতে পারেন তার জন্য চেষ্টা চালাবে । -- চুং শাওলি