২২ ফেব্রুয়ারীচীনের জাতীয় সমুদ্র ব্যুরোর সমুদ্র উন্নয়নের কৌশল গবেষণা কেন্দ্রের গবেষকদের প্রকাশিত " চীনের সমুদ্র উন্নয়ন রিপোর্টে" বলা হয়েছে , ২০১০ সালে চীনের অভ্যন্তরের অশোধিত তেল উত্পাদনের পরিমাণ ৫ কোটি টন ছাড়িয়ে যাবে । এ সময় চীনের সমুদ্রের অশোধিত তেল দ্রুত উন্নয়নের পর্যায়ে প্রবেশ করবে ।
এ রিপোর্টে আরো বলা হয়েছে , পাশাপাশি চীনের প্রাকৃতিক গ্যাসের পরিমাণও দ্রুত বেড়ে যাবে । এ ছাড়াও চীনের সমুদ্র এলাকার বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ তেল সম্পদ উন্নয়নেনতুন কলাকৌশল প্রয়োগ করা হবে ।
এ রিপোর্টে উল্লেখকরা হয়েছে , এখন চীনের সমুদ্রেতেল ও গ্যাস সম্পদ উন্নয়নের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে । ৮০ শতাংশেরও বেশি তেল ও গ্যাস উত্তোলনের অপেক্ষায় রয়েছে । এ পর্যন্ত চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের যে পরিমাণ আবিষ্কৃতহয়েছে তা যথাক্রমে ১৭ শতাংশ ও ১১ শতংশ ।-- চুং শাওলি
|