২২ ফেব্রুয়ারী চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর সমুদ্র উন্নয়নের কৌশল গবেষণা কেন্দ্রের গবেষকদের প্রকাশিত" চীনের সমুদ্র উন্নয়ন রিপোর্টে" বলা হয়েছে , ২০১০ সাল নাগাদ চীনের প্রধান প্রধান বন্দরগুলোয় মালামালের পরিবহন ও ওঠানামার পরিমাণ ৫৬০ কোটি টন ছাড়িয়ে যাবে ।
এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে , ২০১০ সালে চীন মোটামুটি নৌবন্দরকে কেন্দ্র করে গঠিত আন্তর্জাতিক কন্টেইনার পরিবহন সহ বহুমুখী পরিবহন নেটের কাজ শেষ করবে । বন্দরের বিন্যাস ব্যবস্থা আরও পূর্ণ হবে । পরিবহনের সামর্থ্য আরও জোরদার হবে এবং সরঞ্জামের কলাকৌশলের মান আরও উন্নত হবে ।
অনুমান করা হচ্ছে , ২০১০ সালে চীনের সমুদ্র পরিবহন শিল্পের মোট উত্পাদন মূল্য সমুদ্রশিল্পের মোট উত্পাদনমূল্যের ১৭ শতাংশ হবে । --চুং শাওলি
|