 মার্কিনবাহিনী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলসীমা থেকে ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করে নিয়ন্ত্রণহীনএকটি গোয়েন্দা উপগ্রহ ভূপাতিত করার পর জাপান ও রাশিয়ার প্রধান প্রধানসংবাদ মাধ্যমগুলো উল্লেখ করেছে , যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল মহাশূন্যে তার সামরিক কৌশলের সামর্থ্য দেখানো ।
জাপানের কিয়োটো নিউজ এজেন্সির প্রবন্ধে উল্লেখ করা হয়েছে , এক দিকে যুক্তরাষ্ট্র ক্ষেপনাস্ত্র উত্ক্ষেপন করে গোয়েন্দা উপগ্রহ ভূপাতিত করার মাধ্যমে মহাশূন্য সামরিক কলাকৌশলের ক্ষেত্রে তার সামর্থ্য প্রদর্শন করছে । অন্য দিকে যুক্তরাষ্ট্রের এ আচরণের ফলে সম্ভবত একটি নতুন দফা অস্ত্রসজ্জার প্রতিযোগিতা সৃষ্টি হবে ।
জাপানের জিজি নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে , বুশ সরকার সবসময় ভূভাগের অধিবাসীদের রক্ষা করার অজুহাতে তার উপগ্রহ ধ্বংস করার উদ্দেশ্য ব্যাখ্যা করে আসছে । কিন্তু যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল তার সামরিক সামর্থ্য প্রকাশ করা ।
রাশিয়ার ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাত্কারে রাশিয়ার বিজ্ঞান একাডেমীর আন্তর্জাতিক অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দ্যভোর্কিন বলেন , মার্কিনীরা সবসময় ভূভাগের অধিবাসীদের নিরাপত্তা রক্ষার অজুহাতে বলপ্রয়োগ করে উপগ্রহ ভূপাতিত করছে। এর আগে তারা একাধিকবার মহাশূন্যে বলপ্রয়োগ করেছে এবং তাদের এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে ইচ্ছে নেই । --চুং শাওলি
|