মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মাইকেল হেডেন বৃহস্পতিবার স্বীকার করেছেন , ২০০২ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার বিমান সন্দেহভাজন সন্ত্রাসীদের নিয়ে যাওয়ার সময় দুবার ভারত মহাসাগরে ব্রটেনের উপনিবেশ ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবতরণ করে তেল নিয়েছিল । এর আগে মার্কিন ও বৃটিশ সরকার উভয়ই এ বিষয়টি অস্বীকার করেছিল ।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সকল সদস্যের কাছে পাঠানো এক চিঠিতে হেডেন আরো বলেন , এ সমস্যায় যুক্তরাষ্ট্রের বক্তব্য ভুল ছিল ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাকর্ম্যাকও একই দিন স্বীকার করেছেন , ব্রিটেনের অনুমতি ছাড়া আসামীদের বহনকারী দুটি বিমান ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবতরণ করেছিল ।
এদিন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডও এ বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ।
|