এ বছরের মধ্যে পেইচিংয়ে বেশি দূষণযুক্ত ও জ্বালানী ক্ষয়কারী ৪০টি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে । সম্প্রতি পেইচিং পৌর সরকার প্রকাশিত বায়ু দূষণ প্রতিরোধ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলেছে , জুন মাসের শেষ নাগাদ পেইচিং পূর্ব তেল ও রাসায়নিক শিল্প কোম্পানির জৈব রসায়ন কারখানা বন্ধ করে দেয়া হবে । ডিসেম্বর মাসের শেষ দিকে পেইচিংয়ের বেশি দূষণযুক্ত ও জ্বালানী ক্ষয়কারী ৪০টি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে ।
পাশাপাশি রাজধানী ইস্পাত কোম্পানি ৪০ লাখ টন উত্পাদন ক্ষমতা কমানোর ভিত্তিতে বর্জ্য পদার্থ নির্গমন হ্রাস করার কাজও জোরদার করবে । তাছাড়া জৈব রাসায়নিক শিল্প কারখানা ছাপা কারখানা ও আসবাবপত্র উত্পাদনকারী কারখানাও পরিত্যক্ত বায়ু শোধন ব্যবস্থা বসিয়ে বর্জ্য বায়ু নির্গমন কমিয়ে আনার চেষ্টা করবে ।
এ বছর পেইচিংয়ে পুরনো হয়ে যাওয়া দেড় হাজার বাস ও ২ হাজার ট্যাক্সিকে চলাচলের অনুপযুক্ত ঘোষণা করা হবে ।
|