রোমানিয়া সফররত সার্বিয়ার প্রেসিডেন্ট বোরিস তাদিচক বৃহস্পতিবার বুখারেস্টে জোর দিয়ে বলেছেন , সার্বিয়া কোনোমতেই কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেবে না এবং কসোভোতে ইইউ'র বিশেষ মিশনের বৈধতাকেও স্বীকার করবে না ।
রোমানিয়ার প্রেসিডেন্ট ট্রায়ান বাসেস্কুর সংগে বৈঠক করার সময় তাদিক বলেন , ভূভাগীয় অখন্ডতা অক্ষুণ্ণ রাখার জন্যে সার্বিয়া সব রকম শান্তিপূর্ণ উপায় গ্রহণ করবে । যেসব দেশ কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে , সার্বিয়া সেসব দেশের সংগে তার সহযোগিতাকে কমিয়ে আনবে । তবে সার্বিয়া ইইউতে যোগ দেয়ার জন্যে তার চেষ্টা অব্যাহত রাখবে ।
অন্য এক খবরে প্রকাশ , কসোভোর একতরফা স্বাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বেলগ্রেডের জনতা এক বিরাট আকারের জনসমাবেশের আয়োজন করে । জনসমাবেশ চলাকালে কিছু সংখ্যক বিক্ষোভকারী জনতা মার্কিন দূতাবাসে ঢুকে আগুণ ধরিয়ে দেয় ।
সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভাক জেরেমিক এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন ।
বৃহস্পতিবার জাতি সংঘ নিরাপত্তা পরিষদও এক বিবৃতিতে সার্বিয়ায় বিদেশী দূতাবাসের ওপর আঘাত হানার এ ঘটনার নিন্দা করা হয় ।
ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক শীর্ষ প্রতিনিধি হ্যাভিয়ের সোলানাও এ ঘটনার নিন্দা করেছেন ।
|