 ব্রিটেন , ফ্রান্স ও জার্মানী বৃহস্পতিবার যৌথভাবে জাতি সংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত সর্বশেষ খসড়া প্রস্তাব বিলি করেছে । জাতি সংঘে ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি জন সাওয়ার্স বলেন , গত মাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া , চীন , ব্রিটেন , ফ্রান্স ও জার্মানীর পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে পৌঁছানো মতৈক্যের ভিত্তিতে সংশোধনের পর এ খসড়া প্রস্তাব প্রণীত হয়েছে । প্রস্তাবে নিরাপত্তা পরিষদের কয়েকটি অস্থায়ী সদস্য দেশের মতামতও অন্তর্ভূক্ত হয়েছে । তিনি বলেন , এর আগে গৃহীত দুটি প্রস্তাবের ভিত্তিতে খসড়া প্রস্তাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদারের সুপারিশ করা হয় । তবে পাশাপাশি খসড়া প্রস্তাবে কূটনৈতিক উপায়ে এ সমস্যা সমাধানের কথা জোরালোভাবে বলা হয়েছে ।
সাওয়ার্স বলেন , আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদে এ খসড়া প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে । তিনি আশা করেন , তখন আরো বেশি দেশ নিজেদের মতামত দেবে । যাতে খসড়া প্রস্তাব যত তাড়াতাড়ি সম্ভব গৃহীত হতে পারে ।
|