|
 |
(GMT+08:00)
2008-02-22 16:38:48
|
 |
জাপানের শিল্প-প্রতিষ্ঠান সমিতি চীন-জাপান মৈত্রীর জন্য অবদান রাখতে পারে --- ঠাং চিয়া শিয়েন
cri
জাপান সফররত চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ঠাং চিয়া শিয়েন ২২ ফেব্রুয়ারী টোকিওতে জাপানের আর্থিক সংস্থার যৌথ সমিতি আয়োজিত একটি প্রাতরাশে অংশ নেয়ার সময় বলেছেন, তিনি আশা করেন, জাপানের শিল্প-প্রতিষ্ঠানগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারষ্পরিক বিনিয়োগের মাত্রা সম্প্রসারিত করে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রকে সম্প্রবারিত করতে পারবে। যাতে চীন-জাপান সম্পর্ক তরান্বিত করায় অবদান রাখা যায় । তিনি বলেন, চীন ও জাপান সহযোগিতার দু'টো গুরুত্বপূরঅংশীদার । দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু'দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ । চীনের সম্পর্কের উন্নতি দু'দেশের আর্থ-বাণিজ্যিক বিনিময় ও সহযোগিতা ঘনিষ্ঠ করার জন্য আরও উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে গেছে । তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও কিছু দিন পর জাপান সফর করবেন। দু'দেশের সামনে এখন সম্পর্ক উন্নয়নের সুবর্ন সুযোগ । জাপানের এই সমিতির চেয়ারম্যান ফুজিও মিতারাই বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেন, জাপানের শিল্প-প্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে ।
|
|
|