বৃটেন সফররত দারফুর সমস্যা বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধি রাষ্ট্রদূত লিউ কুই চিন ২১ ফেব্রুয়ারী বলেন, দারফুর সমস্যায় চীন সরকার পারস্পরিক সংলাপ এবং ধৈর্য সহকারে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের পক্ষপাতী।
লিউ কুই চিন বলেন, চীন সরকার সুদানের দারফুর সমস্যা সমাধানের জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীন-আফ্রিকান সহযোগিতামূলক ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে ও গত বছরের ফেব্রুয়ারী মাসে সুদান সফরকালে দু'বারের মতো সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ আল বাশিরের সঙ্গে বৈঠক করেছেন। চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার কারণে সুদান সরকার যৌথ শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রস্তাব গ্রহণ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ১৭৬৯ নম্বর প্রস্তাবে দারফুর সমস্যা সমাধানের লক্ষ্যে স্বাভাবিক পথ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান চীন সরকারের পাঠানো নিরাপত্তা বাহিনীর কিছু অংশ দারফুর অঞ্চলে তাদের কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের এর উচ্ছ্বসিত প্রশংসা করেছে। চীন সুদানকে মানবিক সাহায্য দিয়েছে। চীন সরকার এবং চীনের কোম্পানিগুলো বিপুলভাবে পুঁজি বিনিয়োগ করে দারফুর অঞ্চলের অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থা নির্মাণে সাহায্য করছে।
তিনি বলেন, দারফুর সমস্যার সমাধান হচ্ছে একটি জটিল প্রক্রিয়া। সুদান সরকারসহ বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টা চালানো দরকার।
তা ছাড়া, তিনি আরো বলেন, পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে দারফুর সমস্যার সংযুক্ত করা অযৌক্তিক। (লিলি)
|